পূর্বের পর্বঃ অদ্ভুত কিছু বিশ্ব রেকর্ড (৩য় খন্ড)
বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
ইতালির ভিটরিয় ইনোসেন্ট্রা সর্বচ্চ পানির গভীরতায় সাইকেল চালিয়ে এই রেকর্ডটি গড়েন। তিনি ২১৮.২ ফুট পানির নিচে এই সাইকেল চালান।
ভিরনিকা টর ডুবুরিদের সাঁতার কাটার সাহার্যার্থে ব্যাবর্হিত পাদুকা ব্যাবহার করে ১০০ মিটার দৌড়ে সর্বোচ্চ গতিতে রেকর্ডটি গড়েন। তিনি ১০০ মিটার দৌড়ান মাত্র ১৯.২৭৮ সেকেন্ডে।
নর্দান আয়ারল্যান্ডের গুইল্ডাল স্কয়ারে ১২,৯৬৫ জন লোক একসাথে স্যান্টাক্ল সেজে এই রেকর্ডটি গড়েন।
এটি হোটেলে প্রাপ্ত পৃথিবীর সব থেকে বড় বার্গার। এর ওজন ৭৪.৭৫ কেজি এবং এর দাম ৩৯৯ আমেরিকান ডলার। এটি পাবেন Mallie's Sports Grill & Bar in Southgate এ যা আমেরিকার মিসিগানে অবস্থিত।
মাইক হাওয়ার্ড এই রেকর্ডটি গড়েন। একটি ধাতব পাত যা দুটি বেলুনের মাঝে অবস্থিত এবং যা ৬৫২২ ফুট উচ্চতায়। তিনি এই দুটি বেলুনের মধ্যে একটি থেকে আরেকটিতে অবস্থান পরিবর্তন করেন এই ধাতব পাতের উপর হেটে।
কিম গডম্যান তার চোখ তার অক্ষি গোলক থেকে ১২ মিমি বেড় করে আনতে পারেব।
পৃথিবীর সব থেকে বল পাই কেকের যুদ্ধ।
ইজবেল ভার্লি তার শরীরের ৯৩% স্থায়ী ট্যাটু আঁকা।
এটি পৃথিবীর সবথেকে বড় Pocket Knife যা ৩.৯ মিটার লম্বা এবং এর ওজন ১২২ কেজি।
জেফ ভ্যান ডিজিক বিশ্ব রেকর্ডটি গড়েন একসাথে ২২৭টি টি সার্ট একসাথে পরে।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন