অদ্ভুদ কিন্তু অসাধারন বাড়ি (১ম খন্ড) ।। Strange But Wonderful Homes (1st Part)

এই ঢাকা শহরে ইট সিমেন্টের অনেক বাড়িতো দেখেন আপনারা, কিন্তু আজ আপনাদের কিছু বাড়ির সাথে পরিচয় করিয়ে দিব যা কিনা চিরাচরিত বাড়ি তৈরির নির্মান নিয়মকে উপেক্ষা করে তৈরি হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বাড়ির কথা।


Trulli House, Italy:
ছবির এই বাড়িগুলোর নাম trulli। তবে শুধুমাত্র একটি বাড়িকে বলা হয় trullo। এইসব বাড়ি ইতালিতে trullisto , trullaro নামে পরিচিত। এই বাড়িগুলো ইতালির Murge ,Apulia অঞ্চলের Itria Valley-তে অবস্থিত। এই ছাড়া এধরনের বাড়ি ইতালির Locorotondo, Fasano, Ostuni, Cisternino, Martina Franca এবং Ceglie Messapica অঞ্চলেও চোখে পড়ে। এই বাড়ি গুলোর বৈশিষ্ট্য এগুলি শুস্ক মাটি দিয়ে তৈরি এবং এগুলোর ছাদ কোনাকৃতির । এগুলো তৈরি করা হয়েছিলো এই অঞ্চলের কৃষকদের থাকার জন্য। যখন ফসল তোলা বন্ধ হয়ে যায় এগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হয়। এই ধরণের বাড়ি নির্মাণের প্রচলন শুরু হয় উনবিংশ শতাব্দীতে।

hybridknowledge.info hybridknowledge.info


Container City , London, UK:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত এই বাড়িগুলোর নাম Container City। স্বল্প খরচে আবাসনের জন্য এই বাড়িগুলো নির্মাণ করেন Urban Space Management। প্রথম Container City স্থাপন করা হয় পূর্ব লন্ডনে ২০০১ সালে এর নাম দেয়া হয়েছিলো Container City I এটি স্থাপন করা হয়েছিলো Tower Hamlets College এর জন্য। মাত্র ৪ দিনে এর নির্মাণ কাজ শেষ হয়। এখানে রয়েছে ১২ টি শ্রেণীকক্ষ। Container City II স্থাপন করা হয় ২০০২ সালে টেমস নদীর পাড়ে এর নাম দেয়া হয় Riverside Building। বর্তমানে Urban Space Management হাতে নিয়েছে আরও ১৬ টি Container City নির্মাণের।


Dragon Rock, Garrison, New York:
ছবির এই ঘরটির নাম Dragon Rock। ১৯৬১ সালে নির্মিত এই ঘরটি নিউইয়র্কের Bear Mountain Bridge এর নিকট অবস্থিত। বাড়িটির মালিক নিউইয়র্কের শিল্প প্রকৌশলী Russel Wright এবং তাঁর স্ত্রী Mary Wright। এর চারপাশে রয়েছে ৭৫ একর জায়গা পর্যন্ত রয়েছে সবুজ গাছের বেষ্টনী। পুরো এলাকাটির নাম Manitoga। ১৯৪১ সালে Wright দম্পতি এই জায়গাটা কেনার পর সবুজ গাছে ছেয়ে ফেলেন। সবুজ রঙে ঢাকা থাকায় এই বাড়িটার অস্ত্বিত্ব দূর থেকে বোঝা যায়না। ছোট একটি খাদের উপর নির্মিত এই ঘর। ১৯৯৬ সালে Manitoga যুক্তরাষ্ট্রের National Register of Historic Places-এ তালিকাভুক্ত হয় এবং ২০০৬ সালে Department of the Interior এই অঞ্চলকে National Historic Landmark হিসেবে ঘোষণা দেয়।


The Paper House , Rockport, Massachusetts:
Elis F. Stenman ছিলেন পেশায় তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যার কাজই ছিল পেপার ক্লিপ তৈরি করা। ১৯২২ সালের কথা Stenman তাঁর পরিবারের সহযোগিতায় পুরানো খবরের কাগজের দিয়ে নির্মাণ শুরু করেন তাঁর স্বপ্নের বাড়ি Paper House। ১৯২৯ সাল পর্যন্ত উত্তরপূর্ব বোস্টনের সমুদ্রতীরবর্তী ছোট শহর Cape Ann-এর স্থানীয় লোকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি। শুধু মাত্র এই বাড়িটি নয় এর সকল আসবাবপত্রই তৈরি করা হয়েছে খবরের কাগজ দিয়ে। পরবর্তী ২০ বছরে Stenman এই বাড়িটির পিছনেই তাঁর সকল মনোযোগ ঢেলে দিয়েছিলেন। তাঁর স্বপ্নের এই বাড়িটির চারদিকের দেয়াল তৈরি করা হয়েছে ২১৫টি খবরের কাগজের স্তর দিয়ে। বাড়িটি নির্মাণে লেগেছে ১ লক্ষ খবরের কাগজ। দেয়াল গুলো প্লাস্টার করা খবরের কাগজ দিয়ে যাতে পরিদর্শনের সময় লোকজন বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য খবর ও নিবন্ধ সহজেই পড়তে পারেন। দুই কক্ষের এই বাড়িটির চেয়ার, টেবিল , বুকসেলফ ও রেডিও ক্যাবিনেট সবকিছুই তৈরি করা হয়েছে খবরের কাগজ দিয়ে। একটি আস্ত পিয়ানোকে মুড়ে দেয়া হয়েছে খবরের কাগজ দিয়ে। এই বাড়িটির মূল আকর্ষণ গ্র্যান্ডফাদার ক্লকটি যেটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্যের রাজধানীর বিভিন্ন খবরের কাগজ দিয়ে। কোন দাহ্যবস্তু যাতে এই বাড়িটিকে স্পর্শ করতে না পারে সেই কারণে বাড়িটির বর্তমান মালিক প্রতি রাত জেগে থাকেন।


Awesome Treehouse in Chaumont-sur-Loire, France:
ফ্রান্সের Chaumont-sur-Loire শহরটি প্রতিষ্ঠিত হয়েছিলো খৃস্টীয় ১০ম শতাব্দীতে। এই শহরে অবস্থিত এই গাছটি যার অভ্যন্তর খোদাই করে তৈরি করা হয়েছে এই বাড়িটি। এর ভেতরে প্রবেশের জন্য রয়েছে সিঁড়ি।

লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।