অদ্ভুদ কিন্তু অসাধারন কিছু বাড়ি (৩য় খন্ড) ।। Strange But Wonderful Homes (3rd Part)

পূর্বের পর্বঃ অদ্ভুদ কিন্তু অসাধারন বাড়ি (২য় খন্ড)

এই ঢাকা শহরে ইট সিমেন্টের অনেক বাড়িতো দেখেন আপনারা, কিন্তু আজ আপনাদের কিছু বাড়ির সাথে পরিচয় করিয়ে দিব যা কিনা চিরাচরিত বাড়ি তৈরির নির্মান নিয়মকে উপেক্ষা করে তৈরি হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বাড়ির কথা।


CASA DO PENEDO নামের আশ্চর্য এই পাথুরে বাড়িটি উত্তর পর্তুগালের Fafe পর্বতে অবস্থিত। CASA DO PENEDO কথাটির অর্থ House of Stone বা পাথরের বাড়ি। মানুষ ও প্রকৃতির মেলবন্ধন হিসেবে এই বাড়িটি অনন্য এক উদাহরণ। বড় বড় ৪টি পাথর দিয়ে ১৯৭৪ সালে বাড়ীটি তৈরি করা হয়। আধুনিক যুগে তৈরী হলেও বাড়িটিকে দেখে মনে হবে এটি কোন প্রাচীন যুগের বসতি। কিন্তু মানুষ থাকার জন্য এই বাড়িটিতে স্থাপন করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি। চারপাশে প্রচণ্ড ঠাণ্ডা হলেও এই বাড়িটি Fafe পর্বতের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য আপনাকে সবসময় স্বাগত জানাবে।এখানে তাপানুকুল ব্যাবস্থাও আছে যে!!


hybridknowledge.info hybridknowledge.info

Elipse, Buenos aires. Argentina:
সুন্দর এই বাড়িটার নাম Elipse। এটি একসাথে বাড়ি, অফিস এবং স্টাডিরুমের অনন্য এক উদাহরণ। যখন আপনি এই বাড়িতে ঢুকবেন। অবাক হবেন এর নির্মাণশৈলি দেখে। এই বাড়িটি অবস্থিত আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে। সুন্দর এই ভবনটির ডিজাইন করেছেন স্থপতি Norberto Feal। উপবৃত্তাকার এই বাড়িটি সম্পূর্ণ কাঁচ ও কংক্রিটে নির্মিত। যার প্রথম তলায় রয়েছে অফিস কক্ষ ও কনফারেন্স রুম। এখানকার সবগুলো রুমই কাঠের তৈরি। সবচেয়ে আশ্চর্যজনক হেঁটে প্রবেশের সময় এর দৃশ্যমান মনে হয়। কাচে ঘেরা থাকার কারণে চারিদিকে ছায়া পড়ে সবুজ গাছের। এই বাড়িটির অন্যনাম Round Transparent Havens.


Shell House,Mexico:
মেক্সিকোর ব্যাক্তিমালিকানাধিন শামুকের খোলসাকৃতির বাড়িটির নাম Shell House। এর অবস্থান ক্যারিবিয়ান সাগরের Isla Mujeres দ্বীপে। অনেকটাই খেয়ালবশে এই বাড়িটি বানিয়েছিলেন স্থপতি Octavio Ocampo , যিনি নিজেই এই বাড়িটির মালিক। বাড়িটির ভিতরে অঙ্গসজ্জা করা হয়েছে রুপকথার আদলে। যাতে বেশির ভাগই ব্যবহার করা হয়েছে সামুদ্রিক শামুকের খোলস। সাগরতীরবর্তী ৫৫০০ বর্গফুট আয়তনের এই বাড়িতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। ব্যক্তিগত কিংবা হোটেল উভয়ভাবেই ব্যবহৃত হয় বাড়িটি।


Wood House, Hilversum, Netherlands:
কাঠের তৈরি এই বাড়িটি বানিয়েছিলেন স্থপতি Piet Hein Eek ডাচ মিউজিসিয়ান Hans Liberg এর জন্য। যেখানে Hans Liberg প্রকৃতির কোলে তাঁর সঙ্গীত সাধনা করেন । এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ গাছের গুঁড়ি দিয়ে। জানালা বন্ধ রাখলে মনে স্তুপ করে রাখা হয়েছে গাছের গুঁড়ি। এটি একটি আধুনিক মিউজিক স্টুডিও। এই বাড়িটি নেদারল্যান্ডের Hilversum শহরে অবস্থিত। যার নীচে রয়েছে চাকা ভ্রমণ করতে পারে যেকোনো অঞ্চল।

লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

৪টি মন্তব্য:

  1. what about the house in Dhanmondi (ship shaped)?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার কাছে ছবি নেই আপনি কিছু ছবি তুলে পাঠিয়ে দিন :)

      মুছুন
  2. সব বাড়িগুলোই আজব, এই ধরনেরও বাড়ি হয় জানতাম না, জানতে পেরে খুশি হলাম। ধন্যবাদ

    উত্তরমুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।