মানুষের মনে ভাবনার শেষ নেই। তাই মানুষের কাজে নিত্য-নতুন বৈচিত্র সৃষ্টি হচ্ছে। মানুষ নানা ঢংয়ের,নানা আকৃতির স্থাপত্য তৈরী করেই চলছে, আর তৈরি করছে বৈচিত্র। চলুন আজ দেখি বিচিত্র কিছু স্থাপনাঃ
Ripley's Building (Ontario, Canada):
এটি একটি যাদুঘর, যেখানে অস্বাভাবিক এবং অবিশ্বাস্য জিনিসপত্র রাখা হয়েছে। এটি সবচেয়ে পুরনো Ripley's যাদুঘরের মধ্যে ২য়। এটি 'Ripley's Believe It or Not' প্রতিষ্ঠানের একটি যাদুঘর।
এটি একটি যাদুঘর, যেখানে অস্বাভাবিক এবং অবিশ্বাস্য জিনিসপত্র রাখা হয়েছে। এটি সবচেয়ে পুরনো Ripley's যাদুঘরের মধ্যে ২য়। এটি 'Ripley's Believe It or Not' প্রতিষ্ঠানের একটি যাদুঘর।
Wooden Gagster House (Archangelsk, Russia):
এটি একটি ১৩ তলা বিশিষ্ট বিল্ডিং এবং এটির উচ্চতা ১৪৪ ফিট। এটিকে পৃথিবীর সর্বোচ্চ কাঠের বিল্ডিং মনে করা হয়। এটি 'Mr. Sutyagin' এবং তার পরিবার তৈরী করেন। এটি তৈরী করতে ১৫ বৎসর লেগেছিল।
এটি একটি ১৩ তলা বিশিষ্ট বিল্ডিং এবং এটির উচ্চতা ১৪৪ ফিট। এটিকে পৃথিবীর সর্বোচ্চ কাঠের বিল্ডিং মনে করা হয়। এটি 'Mr. Sutyagin' এবং তার পরিবার তৈরী করেন। এটি তৈরী করতে ১৫ বৎসর লেগেছিল।
Erwin Wurm: House Attack (Viena, Austria):
এটি (MUMOK) বিল্ডিংয়ের সম্মুখভাগ। 'Museum Moderner Kunst' (MUMOK) হল অস্ট্রিয়ার সবচেয়ে বড় যাদুঘর। ২০০৬ সালে 'Erin Wurm' এবং 'MOMAK' কিছু চমৎকার স্থাপনা তৈরি করেন, তখনই জন্ম নেয় ‘Attack House’।
এটি (MUMOK) বিল্ডিংয়ের সম্মুখভাগ। 'Museum Moderner Kunst' (MUMOK) হল অস্ট্রিয়ার সবচেয়ে বড় যাদুঘর। ২০০৬ সালে 'Erin Wurm' এবং 'MOMAK' কিছু চমৎকার স্থাপনা তৈরি করেন, তখনই জন্ম নেয় ‘Attack House’।
The Ufo House (Sanjhih, Taiwan):
পট আকৃতির জন্য এটি 'Sanzhi pod houses' অথবা 'Sanzhi Pod City' নামে পরিচিত। এটি তৈরীর কাজ শুরু হয় ১৯৭৮ সালে। এটির অসাধারণ পড আকৃতির ফলে এটি পর্যটকদের আকর্ষণের স্থান ছিল। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর এটি ভেঙ্গে ফেলা হয়।
পট আকৃতির জন্য এটি 'Sanzhi pod houses' অথবা 'Sanzhi Pod City' নামে পরিচিত। এটি তৈরীর কাজ শুরু হয় ১৯৭৮ সালে। এটির অসাধারণ পড আকৃতির ফলে এটি পর্যটকদের আকর্ষণের স্থান ছিল। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর এটি ভেঙ্গে ফেলা হয়।
Hang Nga Guesthouse A.K.A Crazy House (Vietnam):
এটির মালিক ভিয়েতনামের একজন সাবেক প্রেসিডেন্টের মেয়ের, যিনি মস্কোতে আর্কিটেকচারের উপর পড়াশোনা করেছেন। গতানুগতিক না মেনে এটির ঘর এবং ছাদে অপ্রত্যাশিত মোড়, মোচড় দেয়া হয়েছে। এটিকে পরী কাহিনী দুর্গের মত মনে হয়। জাদুঘরের মত এটিতে মানুষ বেড়াতে আসে।
এটির মালিক ভিয়েতনামের একজন সাবেক প্রেসিডেন্টের মেয়ের, যিনি মস্কোতে আর্কিটেকচারের উপর পড়াশোনা করেছেন। গতানুগতিক না মেনে এটির ঘর এবং ছাদে অপ্রত্যাশিত মোড়, মোচড় দেয়া হয়েছে। এটিকে পরী কাহিনী দুর্গের মত মনে হয়। জাদুঘরের মত এটিতে মানুষ বেড়াতে আসে।
Cubic Houses (Rotterdam, Netherlands):
এটির মূল ধারণা আসে ১৯৭০ সালে 'Piet Blom' থেকে।
এটির মূল ধারণা আসে ১৯৭০ সালে 'Piet Blom' থেকে।
Habitat 67 (Montreal, Canada):
চমৎকার ধসূর বেইজ রঙের ৩৫৪ টি ঘনক একটির উপর আরেকটি বসিয়ে ১৪৬ টি বাসস্থান তৈরি করা হয়েছে।
চমৎকার ধসূর বেইজ রঙের ৩৫৪ টি ঘনক একটির উপর আরেকটি বসিয়ে ১৪৬ টি বাসস্থান তৈরি করা হয়েছে।
Wonderworks (Orlando, Florida, United States):
এটি একটি ক্রিড়াকৌতুকের পার্ক যেখানে পড়ালেখা এবং বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
এটি একটি ক্রিড়াকৌতুকের পার্ক যেখানে পড়ালেখা এবং বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
Kansas City Public Library (Missouri, United States):
কানসাস সিটি লাইব্রেরী দেখতে আসলেই খুব সুন্দর। এটি তৈরীর সময় স্থানীয় বাসিন্দারের বলা হয়েছিল প্রবাশালী কিছু বইকে মনোনীত করতে যা, কানসাস সিটির প্রতিনিধিত্ব করবে। প্রচুর সংখ্যক মনোনীত বই লাইব্রেরী কার পার্কিংরের বহিরাবরণ হিসেবে ব্যবহৃত হয়েছে।
কানসাস সিটি লাইব্রেরী দেখতে আসলেই খুব সুন্দর। এটি তৈরীর সময় স্থানীয় বাসিন্দারের বলা হয়েছিল প্রবাশালী কিছু বইকে মনোনীত করতে যা, কানসাস সিটির প্রতিনিধিত্ব করবে। প্রচুর সংখ্যক মনোনীত বই লাইব্রেরী কার পার্কিংরের বহিরাবরণ হিসেবে ব্যবহৃত হয়েছে।
The Basket Building (Ohio, United States):
এই বিল্ডিংটির মালিক 'The Longaberger Basket Company'। এটি পৃথিবীর আশ্চর্যজনক কিছু বিল্ডিংয়ের একটি। ১৮০০০০ বর্গ ফুটের এই বিল্ডিংটি তৈরী করতে খরচ হয়েছে তিন মিলিয়ন ডলার এবং এটি তৈরী করতে ২ বছর সময় লেগেছে।
এই বিল্ডিংটির মালিক 'The Longaberger Basket Company'। এটি পৃথিবীর আশ্চর্যজনক কিছু বিল্ডিংয়ের একটি। ১৮০০০০ বর্গ ফুটের এই বিল্ডিংটি তৈরী করতে খরচ হয়েছে তিন মিলিয়ন ডলার এবং এটি তৈরী করতে ২ বছর সময় লেগেছে।
Ferdinand Cheval Palace a.k.a Ideal Palace (France):
এটি 'Ferdinand Cheval' নামে একজন ডাকপিয়ন তৈরী করেছিলেন। তিনি এটিকে তার অন্তিম সমাধি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু তিনি এর জন্য লাইসেন্স পাননি।
এটি 'Ferdinand Cheval' নামে একজন ডাকপিয়ন তৈরী করেছিলেন। তিনি এটিকে তার অন্তিম সমাধি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু তিনি এর জন্য লাইসেন্স পাননি।
Forest Spiral Hundertwasser Building (Darmstadt, Germany):
এটি ১৯৮৮-২০০০ সালে তৈরী করা হয়েছে। বিখ্যাত অস্ট্রীয় স্থপতি এবং চিত্রকর 'Friedensreich Hundertwasser' এটির ডিজাইন করেছেন। এই বিল্ডীংটির আকৃতি অনিয়মিত এবং জৈবিক রূপের, যেমনঃ এর গুম্বুজ রসুনের মত।এটতে মোট ১০৫ টি এপার্টমেন্ট আছে।
এটি ১৯৮৮-২০০০ সালে তৈরী করা হয়েছে। বিখ্যাত অস্ট্রীয় স্থপতি এবং চিত্রকর 'Friedensreich Hundertwasser' এটির ডিজাইন করেছেন। এই বিল্ডীংটির আকৃতি অনিয়মিত এবং জৈবিক রূপের, যেমনঃ এর গুম্বুজ রসুনের মত।এটতে মোট ১০৫ টি এপার্টমেন্ট আছে।
The Crooked House (Sopot, Poland):
এই ভবনটির কাজ শুরু হয় ২০০৩ সালের জানুয়ারী মাসে এবং শেষ হয় ২০০৩ সালের ডিসেম্বর মাসে। এটি মূলত 'Jan Marcin Szancer' (বিখ্যাত পোলিশ অঙ্কনশিল্পী) এবং 'Per Dahlberg' (সুইডিশ চিত্রকর) এর ছবি ও চিত্রকলার ভিত্তি করে তৈরী করা হয়েছে।
এই ভবনটির কাজ শুরু হয় ২০০৩ সালের জানুয়ারী মাসে এবং শেষ হয় ২০০৩ সালের ডিসেম্বর মাসে। এটি মূলত 'Jan Marcin Szancer' (বিখ্যাত পোলিশ অঙ্কনশিল্পী) এবং 'Per Dahlberg' (সুইডিশ চিত্রকর) এর ছবি ও চিত্রকলার ভিত্তি করে তৈরী করা হয়েছে।
Fuji television building (Tokyo, Japan):
এটি 'Odaiba' তে 'Fuji television' এর হেডকোয়ার্টার। এটি এটির অনন্য স্থাপত্যশৈলীর জন্য সুপরিচিত। এটির ডিজাইন করেছেন 'Kenzo Tange'।
এটি 'Odaiba' তে 'Fuji television' এর হেডকোয়ার্টার। এটি এটির অনন্য স্থাপত্যশৈলীর জন্য সুপরিচিত। এটির ডিজাইন করেছেন 'Kenzo Tange'।
Piano House:
Nord LB building (Hannover, Germany):
এটি North German Bank (NordLB) এর নতুন অফিস ভবন। এটি ৭০ মিটার উচ্চতা বিশিষ্ট একটি গ্লাসের টাওয়ার।
এটি North German Bank (NordLB) এর নতুন অফিস ভবন। এটি ৭০ মিটার উচ্চতা বিশিষ্ট একটি গ্লাসের টাওয়ার।
Dubai Anara Tower, UAE:
এটির ডিজাইন করেছেন 'Atkins'। এটির উচ্চতা ৬০০ মিটার।
লেখকঃ জানা অজানার পথিক।
এটির ডিজাইন করেছেন 'Atkins'। এটির উচ্চতা ৬০০ মিটার।
লেখকঃ জানা অজানার পথিক।
ধন্যবাদ...
উত্তরমুছুন