প্রথমে আপনাদের জন্য একটি ছবি রাখলাম কেন জানেন ফেসবুকে এই পেজটা আমার জন্মভূমি/মাতৃভূমি বাংলাদেশকে উপস্থাপন করে ফেসবুকে মানুষের দরবারে। আর এর লাইক দেখেন ৯০,০০০। আমার যতটুকু ধারনা এই পেজটি যারা লাইক দিয়েছেন তারা সকলেই বাংলাদেশকে ভালবেসে লাইক দিছেন।
এবার তাহলে আরো দু'টি ছবি দেখাই যা আমি কিছুক্ষন আগে নিয়েছি,
কি দেখলেন? এই পেজ হর হামেশা এসব এডাল্ট পেজ প্রোমশট করে চলেছে। এক কথায় বলতে পারেন আমার মাতৃভূমিকে বিক্রি করে চলেছে। আমার জন্মভূমির নামে পেজ তৈরি করে মানুষের ভালবাসায় লাইক পেয়ে এখন অশ্লীলতাকে বাড়াতে সর্বাত্তক সহায়তা করছে।
হায়রে মানুষ নিজের বিবেক বলেও কিছু নাই, দেশ কে বেঁচে দিতেও মনে হয় এদের একবারও বাঁধবে না। মানুষ কতটুকু নিচে নামলে এরকম হতে পারে। একবার ভাবুন।
হায়রে মানুষ নিজের বিবেক বলেও কিছু নাই, দেশ কে বেঁচে দিতেও মনে হয় এদের একবারও বাঁধবে না। মানুষ কতটুকু নিচে নামলে এরকম হতে পারে। একবার ভাবুন।
উপরের এই ছবিটি হল সেই বিখ্যাত "ধনিয়া পাতা (১৮+)" পেজ যারা প্রতিনিয়ত অশ্লীলতাকে ছড়িয়ে বেড়াচ্ছে ফেসবুকে। বিশ্বাস হচ্ছে না যেয়ে দেখুন কি আছে এই পেজে। আর আমার মাতৃভূমি নিয়ে একটি পেজ এই অশ্লীলতাকে বাড়াতে সাহায্য করে চলেছে।
এবার আরেকটি পেজ,
এবার আরেকটি পেজ,
***Samne EXAM, Asen Golpo Kori*** এই পেজ কম যায় না পোষ্ট দেখলে বুজবেন তারপরেও আরেকটি স্ক্রিন শট দিচ্ছি।
কি দেখলেন?? আল্লাহর নামের পাশেই চলছে কি সব ছবি দেখানোর ব্যাবসা। আর এই পেজের এডমিন সেই বিখ্যাত তূর্য। সে এতটাই আত্মবিশ্বাসী যে নিজের একটা মোবাইল নাম্বর পেজের কভারে দিয়ে রেখেছে। এরা হল সব বেজন্মার জাত।
কি ভাবছেন আমার বাংলাদেশ পেজের এডমিন কে ধরে পিটাবেন?? দাড়ান বলছি এই মহান ব্যাক্তি কে যে নিজের দেশকে বেঁচে দিচ্ছে।
কি ভাবছেন আমার বাংলাদেশ পেজের এডমিন কে ধরে পিটাবেন?? দাড়ান বলছি এই মহান ব্যাক্তি কে যে নিজের দেশকে বেঁচে দিচ্ছে।
আমার লেখার নায়ক "রসেল" তার ছবি সরিয়ে নেয় প্রোফাইল থেকে তাই ভাবলাম তার বউ সহ একটা ছবি দেই। কিন্তু পরে ভাবলাম ভাবি কি দোষ করছে তাই ভাবির মুন্ডু বাদের ছবিটা দিলাম।
![]() |
আরো দেখুন আমার গল্পের হিরো "রাসেল" কত উচ্চ শিক্ষিত। |
এই ব্যাক্তির একটা ছোট ফুটফুটে মেয়ে আছে যার নাম "রোজা", এই লোকের মনে কি একফোটাও মনুষ্যত্ব নেই বা বুদ্ধি নেই নাকি বোকা চুদা (গালাগালি না দিয়ে পারলাম না) যে তার মেয়ে বড় হলে এই অশ্লীল পেজ গুলিতে তার মেয়ের ছবি আসতে পারে। আবার তার ছোট দুটি ভাগ্নি/ভাতিজি আছে তাদের ছবি এসন অশ্লীল পেজ দিবে না এর কোন গ্যারান্টি আছে। নাকি এখন থেকে অশ্লীল পেজ এডমিনদের সাথে চুক্তি করে রাখছে যাতে ভবিষ্যতে ছবি না দেয়।
এসকল লোকদের সমাজ থেকে বের করে দেওয়া উচিৎ। আমার জন্মভূমিকে বেঁচে তুই অশ্লীলতাকে ছড়াবি আর আমরা তা বসে বসে দেখব এটা হয় না। আসুন এই লোকের প্রোফাইল রিপোর্ট করি। তা পেজ unlike করি। যারা অশ্লীলতা প্রলুব্ধ করে তাদের সামাজিক ভাবে এড়িয়ে চলি।
এরা আমাদের সমাজের ঘুন পোকা আমাদের সমাজকে আজ এরা কুড়েকুড়ে নষ্টো করছে। আসুন এদের নিঃশ্চিন্ন করি।
আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।
লেখকঃ জানা অজানার পথিক।