সব থেকে দ্রুত গতির ক্যামেরা


আচ্ছা আপনাদের কি বাতাস দেখার কথা মনে আছে? ঐ যে "চলুন বাতাস দেখি" লেখায় আপনাদের বাতাস দেখিয়েছিলাম। আজ আপনাদের আলোর গতিপথ দেখাব। অনেকেই নিশ্চই ভাবছেন আলোর গতিপথ দেখলেই তো বোঝা যায়, এতে আবার দেখার কি আছে? তা ঠিক বলেছেন কিন্তু ধরুন আপনি আলোর এই গতি পথ দেখবেন লেজার লাইট দিয়ে। ধোয়ার মধ্যে দিয়ে এই লেজার লাইট চালনা করলেই কিন্তু আলোর গতিপথ দেখা যায়, তাই না? কিন্তু জানেন কি? লেজার লাইটের আলো এক টানা বের না হয়ে। বরং বিন্দু বিন্দু আকারে বের হয় কিন্তু তা এত দ্রুত বের হয় যে আমাদের মনে হয় তা এক টানা বের হচ্ছে। আর এই বিন্দু গুলি দেখার সাধ্য নেই সাধারন ক্যামেরা বা চোখের। তবে বিজ্ঞানীরা কিন্তু বসে নেই। এই বিন্দু গুলিকে দেখার জন্যই তারা আবিস্কার করেছে এমন এক ক্যামেরা যা কিনা প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ফ্রেম ধারন করতে সম্ভব। এই ট্রিলিয়নের হিসাব সাধারন ক্যালকুলেটারে করতে যেয়েন না তাহলে তা হিসাব করাই সম্ভব না। একটা উদাহরন দেই তাহলেই সব পরিস্কার হয়ে যাবে। ধরুন একটা গুলি একটা আপেলকে ভেদ করে গেল। এই গুলি আপেলের মধ্যে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত হিসাব করতে গেলে কয়েক ন্যানো সেকেন্ড লাগে কিন্তু এই ক্যামেরায় ধারন কৃত ভিডিওটি আপনি যদি দেখতে চান সাধরন ভিডিওর গতিতে তাহলে আপনার সময় লাগবে ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। তাহলে এবার বুঝে নিন ব্যাপারটা। আর এই ক্যামেরা দিয়ে যে শুধু গতিশীল বস্তুকে ধারন করা যায় তাই না, বরং এটিকে দিয়ে  সোনার (শব্দের) রাডারের মত আলোর রাডার হিসেবেই ব্যবহার করা যায়। আর জটিল না করে এ নিয়ে তৈরি একটা প্রতিবেদন চলুন দেখে নেই। তাহলে সব কিছু সহজেই বুঝতে পারবেন।



ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

৩টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info