পরিবার মানব জীবনে এমন একটা বন্ধন যা কোন দিন উপেক্ষা করে যাওয়া সম্ভব না। আমি বিশ্বাস করি, "মানুষ তার নিজের জন্য বাঁচে না বরং বেঁচে থাকে অন্যের জন্য"। পরিবারের অন্যকারো মুখের হাসি যতটুকু মনে আনন্দের ছোঁয়া দিয়ে যায় তার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা চলে না।
আজ আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি বানানো হয়েছে আমেরিকার সামরিক সদস্যদের নিয়ে। যদিও তাদের কর্মকান্ড মোটেও গ্রহন যোগ্য নয় তারপরেও মানুষ হিসেবে তাদের পরিবার নিয়ে বানানো এই ভিডিওটি আপনার মনকে ছুয়ে যেতে বাধ্য।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।