সাগরতলের রহস্যময় জগত সব সময়েই আমাদের কাছে কৌতূহলের বস্তু। সমুদ্রে কতো কোটি প্রজাতির প্রাণী রয়েছে তা আজো আমাদের ধারণার বাইরে। যারা এইসকল সামুদ্রিক প্রাণী নিয়ে কাজ করেন তাদের কাছেও অজানা সাগরতলে প্রাণীর আসল সংখ্যা কতো। প্রতিবারই গবেষণায় নতুন নতুন প্রাণীর সন্ধান মেলে।
এবার অস্ট্রেলিয়ার উপকূলের এলাকার গভীর সমুদ্রে নতুন এক রহস্যময় জীবের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রাণীটি দেখতে অনেকাংশে মাশরুমের মতো। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়য়ের একদল বিজ্ঞানী বলেছেন, ছোটো এই নতুন প্রজাতির প্রাণীটি একেবারেই ব্যতিক্রমী। কারণ, এদের সাথে প্রাণিজগতের অন্য কোনো শাখার প্রাণীর বৈশিষ্ট্যের মিল পাওয়া যাচ্ছে না। প্রাণিবিজ্ঞান গবেষণায় এই ধরনের ঘটনার নজির একেবারে নেই বললেই চলে। গত ১০০ বছরে খুব কম এই ধরণের ঘটনা ঘটেছে।
মাশরুমের মতো এই ধরণের কাঠামো সর্বপ্রথম সংগ্রহ করা হয়েছিল ১৯৮৬ সালে। এই প্রাণীটি ডেন্ড্রোগ্রামা এনিগমাটিকা এবং ডেন্ড্রোগ্রামা ডিসকোয়েডস প্রজাতির বলে চিহ্নিত করেছেন। বিজ্ঞানীরা প্রাণীটির সাথে ৬৩ কোটি ৫০ লাখ থেকে ৫৪ কোটি বছর আগের সময়ের মধ্যে বসবাসকারী নরম শারীরিক কাঠামোর অদ্ভুত ও রহস্যময় প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে মিল খুঁজে পেয়েছেন যা খুবই আশ্চর্যজনক। তবে গবেষকগণ এই প্রাণীটির সাথে জেলিফিশের কিছুটা মিল খুঁজে পেয়েছেন।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন