যুদ্ধক্ষেত্রে আকাশ থেকে হামলা চালানোর জন্য হেলিকাপ্টারের বিকল্প কিছুই যে নেই তা অস্বীকার করার কোন উপায় নেই। সেই ২য় বিশ্ব যুদ্ধের সময় প্রথম শুরু হয় যুদ্ধক্ষেত্রে হেলিকাপ্টারের ব্যাবহার। তারপর থেকে সময়ের প্রবাহে এই হেলিকাপ্টারের উন্নতি হয়েছে নজরে পরার মত। সুপার সনিক যুদ্ধ বিমানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সফলতার মাপকাঠিতে এই সকল সামরিক হেলিকাপ্টার কোন অংশেই পিছিয়ে নেই।
আজ আপনাদের পরিচয় করিয়ে দিব বিশ্বের সেরা ১০টি সামরিক হেলিকাপ্টারের সাথে। চলুন তাহলে শুরু করা যাক,
১০) Z-10:
২০০৮-২০০৯ সালের দিকে চাইনিজ সামরিক বাহিনীতে প্রথমবারের মত প্রবেশ করে Z-10 সামরিক হেলিকাপ্টার। এটি বিশ্বের প্রথম এমন হেলিকাপ্টার যেটি বানানো হয়েছিল অনেকটা চেপ্টা আঁকারে এবং এটি পরিচালনার জন্য দু'জন চালকের বসার স্থান এমন ভাবে বানানো যে সামনের জনের পিছের জন উপরের দিকে অবস্থান করে। পিছের বসার স্থানটি হেলিকাপ্টারের চালকের জন্য, আর সামনের দিকের ককপিট হেলিকপ্টারের অস্ত্রচালকের জন্য নির্ধারিত। এই হেলিকাপ্টারে অস্ত্র হিসেবে ব্যাবহৃত হয়েছে ৩০ মিঃমিঃ কামান, ট্যাংক বিধ্বংসী HJ-9 লেজার নিয়ন্ত্রিত ক্ষেপনাস্ত্র, নব্য আবিস্কৃত HJ-10 ট্যাংক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র এবং উরন্ত যুদ্ধ বিমান ধ্বংসের জন্য TY-90 ক্ষেপনাস্ত্র।
০৯) MI-24 Hind:
সোভিয়েত ইউনিয়নের সামরিক সদস্যদের যুদ্ধ ক্ষেত্রে পৌছে দেবার জন্য বেশ বড় আকৃতির এই যুদ্ধ হেলিকাপ্টার বানানো হয়। এই হেলিকাপ্টার মূলত ভারী বন্ধুক দ্বারা সজ্জিত এবং এতে ক্ষেপনাস্ত্র নিক্ষেপনের প্যাড আছে। এই হেলিকাপ্টার সর্বোচ্চ ৮ জন সৈনিককে যুদ্ধ ক্ষেত্রে শত্রু বাহিনীর ঘাটিতে হামলা চালাতে নিরাপত্তার সাথে নামিয়ে দিতে পারে। এই MI-24 Hind হেলিকাপ্টারকে আমেরিকার তৈরি AH-64 Apache এর সাথে তুলনা করা যায়।
০৮) AH-2 Rooivalk:
The Denel Rooivalk সামরিক যুদ্ধ হেলিকাপ্টারটি বানানো হয় দক্ষিন আফ্রিকার সামরিক বাহিনীর জন্য। আফ্রিকান ভাষায় একে ডাকা হয় "The Denel Rooivalk" নামে যার মানে "লাল চিল"। আফ্রিকার বিমান বাহিনীতে এই AH-2 Rooivalk আছে মাত্র ১২টি। যদিও এই বিমান দেখে মনে হতে পারে যে এটি কোন নতুন প্রজন্মের যুদ্ধ হেলিকাপ্টার কিন্তু মুলত এটি Aerospatiale Puma হেলিকাপ্টারের হবাহু নকল, আর এর ইঞ্জিন ব্যাবস্থা বেশ পুরাতন।
AH-2 Rooivalk সম্পর্কে কিছু তথ্যঃ
- চালকঃ ২ জন।
- লম্বাঃ ১৮.৭৩ মিটার।
- উচ্চতাঃ ৫.১৯ মিটার।
- ওজনঃ ৫৭৩০ কেজি।
- সর্বোচ্চ ওজন উত্তোলন ক্ষমতাঃ ৮৭৫০ কেজি।
- সর্বোচ্চ গতীঃ ৩০৯ কিঃমিঃ প্রতি ঘন্টায়।
অস্ত্রঃ
- F2 ২০ মিঃমিঃ কামান।
- Mokopa ZT-6 ট্যাংক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র।
- MBDA Mistral বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র।
০৭) AH-1W Super Cobra:
The Bell AH-1 Super Cobra দু'টি শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত হেলিকাপ্টার। এটি বানানো হয় আমেরিকার বিমান বাহিনীর জন্য। এই ধরনের ইঞ্জিন ব্যাবস্থা ব্যাবহার করা হয় AH-1J Sea Cobra, The AH-1T Improved Sea Cobra এবং The AH-1W Super Cobra হেলিকাপ্টারে।
AH-1W Super Cobra সম্পর্কে কিছু তথ্যঃ
- চালকঃ ২ জন।
- লম্বাঃ ৫৩ ফুট ৫ ইঞ্চি।
- উচ্চতাঃ ১৩ ফুট ৫ ইঞ্চি।
- ওজনঃ ২৯৯৮ কেজি।
- সর্বোচ্চ ওজন উত্তোলন ক্ষমতাঃ ৪৫৪০ কেজি।
- সর্বোচ্চ গতিঃ ৩৫২ কিঃমিঃ প্রতি ঘন্টায়।
অস্ত্রঃ
- ২০ মিঃমিঃ M197 কামান।
- ২.৭৫ ইঞ্চি Mk 40 অথবা Hydra 70 ক্ষেপনাস্ত্র।
- ৫ ইঞ্চি Zuni ক্ষেপনাস্ত্র।
- AIM-9 বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র।
০৬) A-129/T-129 (Italy/Turkey):
The Agusta A129 Mangusta মূলত তৈরি করা হয় ইতালিতে। পশ্চিম ইউরোপের তৈরি এটি সর্ব প্রথম সামরিক যুদ্ধ হেলিকাপ্টার। এই হেলিকাপ্টারটি তৈরি করে Turkish Aerospace কম্পানি।
A-129/T-129 (Italy/Turkey) সম্পর্কে কিছু তথ্যঃ
- চালকঃ ২ জন।
- লম্বাঃ ৪৪ ফুট ১ ইঞ্চ।
- উচ্চতাঃ ১১ ফুট ২ ইঞ্চি।
- সর্বোচ্চ ওজন উত্তোলন ক্ষমতাঃ ৫০০০ কেজি।
- সর্বোচ্চ গতীঃ ২৭৮ কিঃমিঃ প্রতি ঘন্টায়।
- ২০ মিঃমিঃ কামান।
- ৮১ মিঃমিঃ ক্ষেপনাস্ত্র।
- ৭০ মিঃমিঃ ক্ষেপনাস্ত্র।
- ১২.৭ মিঃমিঃ বন্দুক।
- AGM-114 Hellfire ক্ষেপনাস্ত্র।
- BGM-71 TOW ক্ষেপনাস্ত্র।
- Hydra 70 ক্ষেপনাস্ত্র।
- Spike-ER ক্ষেপনাস্ত্র।
- UMTAS ক্ষেপনাস্ত্র।
- OMTAS ক্ষেপনাস্ত্র।
- Sura D/Snora ক্ষেপনাস্ত্র।
- Roketsan Cirit ক্ষেপনাস্ত্র।
- AIM-92 Stinger অথবা Mistral or AIM-9 ক্ষেপনাস্ত্র।