নব্য আবিস্কৃত এই জোঁকের বৈজ্ঞানিক প্রজাতির নাম এখন পর্যন্ত জানা সম্ভব হয় নাই, কিন্তু এটি এপর্যন্ত আবিস্কৃত সব থেকে বড় লাল রঙয়ের জোঁক। এই জোঁকের সন্ধান মেলে মালয়শিয়ার বর্নিও অঞ্চলে অবস্থিত সেখানকার সব থেকে উঁচু "মাউন্ট কিনাবলি" (Mount Kinabalu) পাহাড়ের উপর অবস্থিত জংগলে। যদিও এর কোন বৈজ্ঞানীক নাম নেই কিন্তু স্থানীয় ভাবে এই জোঁকের নাম "দৈত্য লাল জোঁক" (Giant Red Leech)। BBC তে প্রচারিত "Wonders of the Monsoon" অনুষ্ঠানে প্রথমবারের মত এই জোঁকের অস্তিত্ব সম্পর্কে বিশ্ববাসির সামনে তুলে ধরা হয়।
এই জোঁক লম্বায় ৩০ সেঃমিঃ পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই জোঁক আরো বড় আকৃতির হয়ে থাকে। যেহেতু এরা অন্যান্য প্রজাতির জোঁকের তুলনায় আঁকারে অনেক বড় আকৃতির হয়ে থাকে তাই এরা অন্যান্য ছোট জোঁকের মত প্রানীদের দেহ থেকে রক্ত না চুষে বরং ছোট খাট প্রানী গিলে খেয়ে ফেলে। BBC এর ক্যামেরা যে খাওয়ার দৃশ্য ধারন করেছে তাতে এই লাল জোঁক ৮০ সেঃমিঃ লম্বা একটি কেঁচোকে সম্পূর্ন গিলে ফেলে।
BBC এর ধারন কৃত ভিডিও চিত্রে দেখা যায়, জোঁকটি কেঁচোর সন্ধান পেয়ে, কেঁচোর যে কোন এক মাথা খুঁজতে থাকে। সম্ভবত কোন এক দিয়ে গিলে ফেলতে সুবিধা হবে তাই। ভিডিওটি ধারাভাষ্যকার এবং পরিচালক Paul Williams বলেন, "It was either searching for an end to grab, or was working out whether it was too big to eat, when it found an end, it started to suck. It was incredible. The result is that we could confirm the predatory behavior of a rarely seen and unidentified species for the first time "।
চলুন তাহলে এবার দেখে নেই BBC এর ধারন কৃত ভিডিওটি,
এই জোঁক লম্বায় ৩০ সেঃমিঃ পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই জোঁক আরো বড় আকৃতির হয়ে থাকে। যেহেতু এরা অন্যান্য প্রজাতির জোঁকের তুলনায় আঁকারে অনেক বড় আকৃতির হয়ে থাকে তাই এরা অন্যান্য ছোট জোঁকের মত প্রানীদের দেহ থেকে রক্ত না চুষে বরং ছোট খাট প্রানী গিলে খেয়ে ফেলে। BBC এর ক্যামেরা যে খাওয়ার দৃশ্য ধারন করেছে তাতে এই লাল জোঁক ৮০ সেঃমিঃ লম্বা একটি কেঁচোকে সম্পূর্ন গিলে ফেলে।
BBC এর ধারন কৃত ভিডিও চিত্রে দেখা যায়, জোঁকটি কেঁচোর সন্ধান পেয়ে, কেঁচোর যে কোন এক মাথা খুঁজতে থাকে। সম্ভবত কোন এক দিয়ে গিলে ফেলতে সুবিধা হবে তাই। ভিডিওটি ধারাভাষ্যকার এবং পরিচালক Paul Williams বলেন, "It was either searching for an end to grab, or was working out whether it was too big to eat, when it found an end, it started to suck. It was incredible. The result is that we could confirm the predatory behavior of a rarely seen and unidentified species for the first time "।
চলুন তাহলে এবার দেখে নেই BBC এর ধারন কৃত ভিডিওটি,
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন