স্বাধীনতার সূর্য ডোবার দিন

১৭৫৭ সালের ২৩ জুন। পলাশীর আম বাগানে ভয়ঙ্কর এক যুদ্ধ হল নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। যুদ্ধে পরাজিত হন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা। ভারত বর্ষে সূচনা হয় ইংরেজ শাসনের। আর বাংলার স্বাধীনতার সূর্য ডোবে একই সঙ্গে।


ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে এসেছিল ব্যবসা করার উদ্দেশে। কিন্তু ভেতরে ভেতরে তারা শক্তি সঞ্চয় করছিল দেশের শাসন ক্ষমতা পাওয়ার জন্য।

শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা
১৭৫৭ সাল। তখন বাংলার শেষ স্বাধীন নবাববের নাম সিরাজুদ্দৌলা। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বে কর্নেল রবার্ট ক্লাইভ। ক্লাইভ গোপনে গোপনে নবাবের প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের সঙ্গে যোগাযোগ করে। মীরজাফরও ক্লাইভের সঙ্গে হাত মেলায় নবাবকে পরাস্ত করার জন্য।


এভাবে দিন এগিয়ে চলল। ১৭৫৭ সালের ১২ জুন। কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দন নগরের সেনাবাহিনীর সঙ্গে এসে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা ১৩ জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশিতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব তখন বুঝতে পারলেন, তার সেনাপতিরাও এই ষড়যন্ত্রে শামিল।

নবাব সিরাজুদ্দৌলা তখন তার সেনাপতিদের নিয়ে শপথ করলেন। পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে সবাই অঙ্গীকার করলেন, শরীরের একবিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে রক্ষা করবেন সবাই। তারপর মীরজাফর, রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রেঁকে নিয়ে মীরজাফর গেলেন যুদ্ধের ময়দানে।
 

২৩ জুন সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজ আর নবাব বাহিনী মুখোমুখি। আগের দিনেই রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশির আম বাগানে এসে তাঁবু গেড়েছে। বাগানের উত্তর পশ্চিমে গঙ্গানদী। আর নদীর তীর ধরে উত্তর পূর্বে দুই বর্গ মাইল এলাকা নিয়ে আম বাগান। সকাল ৮টার সময় হঠাৎ করেই মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করে। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয়। এদিকে বিশ্বাস ঘাতক মীরজাফর, রায় দুর্লভ, ইয়ার লতিফ তাদের সেনাবাহিনী নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা একটু এগিয়ে এলেই সেদিন রবার্ট ক্লাইভ পরাজিত হত। কিন্তু কেউ এল না। দুপুরের দিকে বৃষ্টি হলে নবাবের বাহিনীর গোলা বারুদ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। তারপরও মীরমদন, মোহনলাল আর সিনফ্রেঁ তাদের সৈন্য দল নিয়ে যুদ্ধ করছিলেন। হঠাৎ করে গোলার আঘাতে মীরমদন নিহত হন।


মীরমদন ছিলেন গোলন্দাজ বাহিনীর প্রধান। তিনি মারা যাওয়ার পর নবাব মীরজাফর আর রায়দুর্লভকে নির্দেশ দেন তাদের বাহিনী নিয়ে এগিয়ে যেতে। কিন্তু সেনাপতিরা নবাবকে পাল্টা যুক্তি দেখান যে, গোলন্দাজ বাহিনীর সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া আর আত্মঘাতী হওয়া একই ব্যাপার। অথচ তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাবের বাহিনীর মধ্যে দূরত্ব মাত্র কয়েকশ গজ। বিকেল ৫টায় সিরাজুদ্দৌলার বাহিনী নির্দেশনার অভাবে থেমে যায়। ওদিকে ইংরেজ গোলন্দাজ বাহিনী ঠিকই আরও এগিয়ে আসে। শেষে বাধ্য হয়ে নবাবের বাহিনী যুদ্ধ বিরতি ঘোষণা করে পরাজয় মেনে নেয়। নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে।

কর্নেল রবার্ট ক্লাইভ
নবাব সিরাজুদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে রাজধানী চলে আসেন। তার ইচ্ছা ছিল, আবার সৈন্য সংগ্রহ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করবেন। কিন্তু বিশ্বাস ঘাতকদের কারণে নবাবের সে ইচ্ছা আর বাস্তবায়িত হয়নি। আর সে জন্যই বাংলার স্বাধীনতার সূর্যও ডুবে যায় প্রায় ২০০ বছরের জন্য। এরপর আবারও আমরা স্বাধীনতা অর্জন করি ব্রিটিশদের কাছ থেকেই। কিন্তু সে অন্য এক গল্প। আরেক দিন না হয় শোনাব আপনাদের।


লেখকঃ তাহসান আহমেদ।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info