জীবিকার তাগিদে অনেকেই পরবাসে পারি জমায়। জীবনের উন্নতি লক্ষ্যে অনেকেই চলে যান অজানা কোন এক দেশে। কঠোর প্ররিশ্রম করে যে অর্থ উপার্জন করে তা দিয়েই বেশ ভাল মত চালিয়ে নেয় তার থেকে বহু দূরে বসবাসরত তার সংসার। কিন্তু নিজে অনেক কঠিন জীবন যাপন করে কিছু টাকা বাঁচাবার জন্য, তার বাঁচানো এই কিছু অর্থ হয়ত তার পরিবারের কারো মুখে এক চিলতে হাসি ফুটাবে সেই আশায়। আর এরকম পারিশ্রমিক কিছু মানুষের মুখের এক চিলতে হাসি ফুটাবার জন্য কোকাকোলার প্রচেষ্টা। কোকাকোলা স্থাপন করল এমন কিছু ফোন বুথ, যেখান থেকে ফোন করতে কোন টাকা লাগবে না লাগবে কোকাকোলার বোতলের মুখের ঢাকনা মাত্র। আর একটি কোকাকোলার মুখের ঢাকনা আপনাকে দিবে আন্তর্জাতিক ফোন করার জন্য তিন মিনিট। চলুন এবার দেখে নেই এই কোকাকোলা ফোন বুথ নিয়ে বানানো একটি ভিডিও প্রতিবেদন।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।