কোকাকোলার "হ্যালো আনন্দ" ।। CocaCola “Hello Happiness”


জীবিকার তাগিদে অনেকেই পরবাসে পারি জমায়। জীবনের উন্নতি লক্ষ্যে অনেকেই চলে যান অজানা কোন এক দেশে। কঠোর প্ররিশ্রম করে যে অর্থ উপার্জন করে তা দিয়েই বেশ ভাল মত চালিয়ে নেয় তার থেকে বহু দূরে বসবাসরত তার সংসার। কিন্তু নিজে অনেক কঠিন জীবন যাপন করে কিছু টাকা বাঁচাবার জন্য, তার বাঁচানো এই কিছু অর্থ হয়ত তার পরিবারের কারো মুখে এক চিলতে হাসি ফুটাবে সেই আশায়। আর এরকম পারিশ্রমিক কিছু মানুষের মুখের এক চিলতে হাসি ফুটাবার জন্য কোকাকোলার প্রচেষ্টা। কোকাকোলা স্থাপন করল এমন কিছু ফোন বুথ, যেখান থেকে ফোন করতে কোন টাকা লাগবে না লাগবে কোকাকোলার বোতলের মুখের ঢাকনা মাত্র। আর একটি কোকাকোলার মুখের ঢাকনা আপনাকে দিবে আন্তর্জাতিক ফোন করার জন্য তিন মিনিট। চলুন এবার দেখে নেই এই কোকাকোলা ফোন বুথ নিয়ে বানানো একটি ভিডিও প্রতিবেদন।


http://vimeo.com/95536208/download?t=1400870144&v=254387924&s=1cf16bc56e2bf951106a8be4543fd3ea

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info