আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব ১৭ বছর বয়স্কা জাপানি ওয়াং জিয়ুনের (Wang Jiayun) সাথে। যাকে বলা হয় এশিয়ার বার্বি। কারন, সে দেখতে অনেকটাই পুতুলের মত। একপলকে দেখে বোঝার উপায় নেই সত্যি মানুষ নাকি পুতুল। যদিও এরকম পুতুল সদৃশ্য অনেকেই আছে, কিন্তু তাদের সাথে ওয়াং জিয়ুনের পার্থক্য এতটুকুই যে সে কোন প্রকার প্লাস্টিক সার্জারি করে নাই। জাপানি হিসেবে জন্ম থেকেই তার চোখ বড়, আর সাথে একটু মেকাপ ব্যাস।
আসুন এবার তাহলে ১৭ বছর বয়স্কা ওয়াং জিয়ুনের আরো কিছু ছবি দেখে নেওয়া যাক,
লেখকঃ জানা অজানার পথিক।