যেখানে সেখানে মূত্র বিসর্জন করা যেন ঢাকা বাসির দ্বায়িত্য এবং কর্তব্য হয়ে দাড়িয়েছে। অবশ্য আমরা এতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। যদি এটি আমাদের একটি বাজে অভ্যাস এবং এর থেকে সকলেই পরিত্রান পেতে চাই। আর এই লক্ষেই Ministry of Religious Affairs, Bangladesh দারুন একটি উদ্যোগ নিয়েছেন। আর এই উদ্যোগের নাম 'Language Matters'। আমার ধারনা এটি বর্তমান সময়ে যে কোন মন্ত্রানালয়ের নেওয়া সর্বোত্তম উদ্যোগ, যার উপকারিতা আমরা অনায়াসেই ভোগ করতে পারব। দয়া করে নিজেদের এই বাজে অভ্যাসটি পরিবর্তন করুন।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন