ইতিহাসের বইতে আমরা কত কিছুই না পড়ি। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ছবি যেন ইতিহাসের বইয়ের ভাবনা গুলিকেই যেন পাল্টে দেয়। আজ আপনাদের জন্য এমন ১৫টি ছবি, যা আপনার ভাবনা গুলিকেই পাল্টে দিবে। চলুন তাহলে দেখে নেই ১৫টি ইতিহাসের পাতা দিয়ে তুলে আনা ছবি।
০১) ১৯৩৯ সালে আইনষ্টাইন নাসাউ পয়েন্ট, লং আইল্যান্ড, নিউ ইয়র্কে বসে আছেনঃ
০১) ১৯৩৯ সালে আইনষ্টাইন নাসাউ পয়েন্ট, লং আইল্যান্ড, নিউ ইয়র্কে বসে আছেনঃ
০২) ৩,২৪৫ বছর অস্পৃষ্ট থাকার পরে ১৯২২ সালে তুতেন খামেনের সমাধিস্থলের রক্ষিত সীল ভাংগার পূর্ব মূহুর্তে তোলা ছবিঃ
০৩) ১৯৬৭ সালে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পর্শ করে মৃত্যুবরন করার পর সহকর্মী মুখ দিয়ে শ্বাস দিয়ে বাঁচাবার চেষ্টা করছেঃ
০৪) একা দাঁড়িয়ে ১৯৩৬ সালে নৎসি বাহিনীর সেলুট প্রত্যাখ্যান করা এক ব্যাক্তিঃ
০৫) সুইডেন ১৯৬৭ সালে বামদিকে গাড়ি চালনা (বাংলাদেশের মত) থেকে ডান দিকে গাড়ি চালনার আইন চালু করে। আর এই আইন চালু হবার প্রথম দিনের সকাল বেলা রাস্তায় সংগঠিত ট্রাফিক জ্যামের ছবিঃ
০৬) অষ্ট্রিয়ার এই ছোট বালকটি নতুন এক জোড়া জুতা পেয়েছে, সময়কাল তখন ২য় বিশ্বযুদ্ধেরঃ
০৭) ১৯৬৫ সালে যুদ্ধের গ্লানি মাথায় নিয়ে আমেরিকার এক সৈনিকঃ
০৮) ১৯৯০ সালে বন্দুক হাতে ১০৬ বছর বয়স্ক এক আরমেনিয়ান বৃদ্ধা নিজ গৃহ পাহারা দিচ্ছেঃ
০৯) ১৯৫৬ সালে চিকিৎসার সার্থে প্রানীদের ব্যাবহার করা হতঃ
১০) ১৯৬৭ সালে 'বষ্টন ম্যারাথন' এ দৌড়ানো নিষিদ্ধ ছিল। কিন্তু 'ক্যাথ্রিন সুইজটযার' এই নিয়ম ভেংগে প্রথম নারী হিসেবে বষ্টন ম্যারাথনে অংশ গ্রহন করেন এবং এই ম্যারাথনের নিয়ম রক্ষার্থে নিয়জিত ব্যাক্তিদের বাঁধা উপেক্ষা করে দৌড়ে চলেনঃ
১১) সম্ভবত টাইটানিকের নেওয়া শেষ ছবিঃ
১২) বিজ্ঞানী 'নিকোলা টেসলা' তার পরীক্ষাগারে বসে আছেন তার তৈরি 'Magnifying Transmitter' এর নিচেঃ
১৩) একজন ক্যাথোলিক নারী এবং তার প্রটেষ্ট্যান্ট স্বামী কবরে শায়িত, ১৮৮৮ সালঃ
১৪) ১৯৩২ সালে প্যারিসের আইফেল টাওয়ার রঙ করার সময়কার ছবিঃ
১৫) ১৯১১ সালের ৫ই জানুয়ারি ব্রিটিশ দক্ষিন মেরুঅঞ্চল পরিভ্রমণকারীদের তোলা ছবি। তারা দাঁড়িয়ে আছে বরফের তৈরি গুহার সম্মুখভাগেঃ
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
অসাধারন কিছু ছবি দেখলাম
উত্তরমুছুনঅসাধারন কিছু দেখাতে পেরেছি জেনে খুশি হলাম :)
মুছুনঅসাধারন.
উত্তরমুছুনধন্যবাদ...
মুছুন