মানব ইতিহাসের যতদিন ধরে মানুষ ছবি তুলছে ততদিনের ছবি দেখলেই বোঝা যাবে যে অনেক সময় অপ্রত্যাশিত ভাবে অব্যাখ্যায়িত কোন কিছুর ছবি তুলে ফেলেছে। কিন্তু আগের কার দিনে অনেকেই বলত এইগুলি ছবির ফ্লিমের সমস্যা কিন্তু এই ডিজিটাল ক্যামেরা আর স্মার্ট ফোনের যুগেও যদি ক্যামেরায় ধরা পরে অপ্রত্যাশিত ভাবে অব্যাখ্যায়িত কোন কিছুর ছবি তাহলে কি বলবেন আপনি? চলুন এবার দেখে নেই এরকম কিছু ছবি,
০১) পিছে ওটা কে?
০১) পিছে ওটা কে?
০২) পিছে কে বসা?
০৩) ছবি তোলার সময় কেউ পিছে ছিল না তাহলে এখন কে এই বৃদ্ধা?
০৪) মাঝখানে কে? ছবি তোলার সময়তো কেউ ছিল না!
০৫) প্রতিচ্ছবিতে সিড়ির উপর কে?
০৬) বাচ্চা আর মা এর মাঝে কিন্তু কেউ ছিল না ছবি তোলার সময়!
০৭) যদি খুঁজে পান তাহলে চমকে উঠবেন।
০৮) ছবি দেখেই বুঝে যাবেন।
০৯) বাচ্চার পিছে যে হাত দেখতে পারছেন তা কিন্তু কোন মানুষের না কেননা ছবি তোলার সময় কেউ ছিল না।
১০) সে সব সময় আছে আপনার পিছে।
১১) মার ডান কাঁধে হাতটা কার?
১২) জানালায় কে?
এরপরের বার আপনিও সেলফি তুললে একটু ভাল করে লক্ষ্য করবেন যে, আপনি বাদে আর কারো ছবি তুলে ফেলেছেন কিনা অপ্রত্যাশিত ভাবে।
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
৭ নম্বর পিকটা দেখে তো পিলে চমকে উঠল......
উত্তরমুছুনআমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না :p
মুছুন7 number er ta akhono kichu e bujhi nai. aktu bolben ki ache ota te?
উত্তরমুছুনমাথার উপরের দিকে দেখেন...
মুছুনmathay ki problem!!?? akhon o bujlam na. :(
মুছুনহায় আল্লাহ... মাথার উপরের দিকে তাকের দিকে দেখেন... এক খানা চক্ষু দেখিতে পাইবেন ... -_-
মুছুন৭ নাম্বার টা আমি বুঝিনি।
উত্তরমুছুনমনে হচ্ছে যে মেয়েটার একটা আঙুল ছোট।
আংগুল বরাবর উপর দিকে তাকান...
মুছুনহুম ভালো লাগলো
উত্তরমুছুনআপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম... :D
মুছুন