ভূতের সাথে সেলফি ।। Selfies With Ghosts

মানব ইতিহাসের যতদিন ধরে মানুষ ছবি তুলছে ততদিনের ছবি দেখলেই বোঝা যাবে যে অনেক সময় অপ্রত্যাশিত ভাবে অব্যাখ্যায়িত কোন কিছুর ছবি তুলে ফেলেছে। কিন্তু আগের কার দিনে অনেকেই বলত এইগুলি ছবির ফ্লিমের সমস্যা কিন্তু এই ডিজিটাল ক্যামেরা আর স্মার্ট ফোনের যুগেও যদি ক্যামেরায় ধরা পরে অপ্রত্যাশিত ভাবে অব্যাখ্যায়িত কোন কিছুর ছবি তাহলে কি বলবেন আপনি? চলুন এবার দেখে নেই এরকম কিছু ছবি,

০১) পিছে ওটা কে?


০২) পিছে কে বসা?


০৩) ছবি তোলার সময় কেউ পিছে ছিল না তাহলে এখন কে এই বৃদ্ধা?


০৪) মাঝখানে কে? ছবি তোলার সময়তো কেউ ছিল না!


০৫) প্রতিচ্ছবিতে সিড়ির উপর কে?


০৬) বাচ্চা আর মা এর মাঝে কিন্তু কেউ ছিল না ছবি তোলার সময়!


০৭) যদি খুঁজে পান তাহলে চমকে উঠবেন।


০৮) ছবি দেখেই বুঝে যাবেন।


০৯) বাচ্চার পিছে যে হাত দেখতে পারছেন তা কিন্তু কোন মানুষের না কেননা ছবি তোলার সময় কেউ ছিল না।


১০) সে সব সময় আছে আপনার পিছে।


১১) মার ডান কাঁধে হাতটা কার?


১২) জানালায় কে?


এরপরের বার আপনিও সেলফি তুললে একটু ভাল করে লক্ষ্য করবেন যে, আপনি বাদে আর কারো ছবি তুলে ফেলেছেন কিনা অপ্রত্যাশিত ভাবে।

ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

১০টি মন্তব্য:

  1. ৭ নম্বর পিকটা দেখে তো পিলে চমকে উঠল......

    উত্তরমুছুন
  2. 7 number er ta akhono kichu e bujhi nai. aktu bolben ki ache ota te?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মাথার উপরের দিকে দেখেন...

      মুছুন
    2. mathay ki problem!!?? akhon o bujlam na. :(

      মুছুন
    3. হায় আল্লাহ... মাথার উপরের দিকে তাকের দিকে দেখেন... এক খানা চক্ষু দেখিতে পাইবেন ... -_-

      মুছুন
  3. ৭ নাম্বার টা আমি বুঝিনি।
    মনে হচ্ছে যে মেয়েটার একটা আঙুল ছোট।

    উত্তরমুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info