কাগজের তৈরি ল্যাম্বারগিনি ।। Paper Made Lamborghini


আমার প্রিয় গাড়ির তালিকায় ল্যাম্বারগিনির (Lamborghini) অবস্থান সবার উপরে। উপরে আপনারা যে গাড়ির ছবি দেখছেন সেটি পুলিশের গাড়ি। ভাবছি এরকম ২০-৩০ টা গাড়ি কিনে গ্যারেজে রেখে দিব। কি ভাবছেন বাংলাদেশের একজন সাধারন নাগরিক হয়ে ২০-৩০ টা ল্যাম্বারগিনি গাড়ি কেনার কথা বলছি, নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে! উহু মোটেও না। এরকম গাড়ি কেনা কোন ব্যাপারই না। আচ্ছা এবার খোলাশা করে বলি। আসলে আপনারা যে গাড়িটির ছবি দেখছেন তা বানানো হয়েছে কাগজ দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচের ছবি গুলি দেখুন,

hybridknowledge.info hybridknowledge.info


কি এবার বিশ্বাস হলতো এরকম গাড়ি ২০-৩০ টা কেনা আমার জন্য কোন ব্যাপার না। এই গাড়ির ছবি দেখে Akon এর "Smack that" গানটা শুনতে বড় মন চাচ্ছে। তাহলে আমার সাথে আপনারাও শুনে নিন Akon এর গাওয়া সেই গানটি,


ssyoutube.com/watch?v=bKDdT_nyP54

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।