আমার প্রিয় গাড়ির তালিকায় ল্যাম্বারগিনির (Lamborghini) অবস্থান সবার উপরে। উপরে আপনারা যে গাড়ির ছবি দেখছেন সেটি পুলিশের গাড়ি। ভাবছি এরকম ২০-৩০ টা গাড়ি কিনে গ্যারেজে রেখে দিব। কি ভাবছেন বাংলাদেশের একজন সাধারন নাগরিক হয়ে ২০-৩০ টা ল্যাম্বারগিনি গাড়ি কেনার কথা বলছি, নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে! উহু মোটেও না। এরকম গাড়ি কেনা কোন ব্যাপারই না। আচ্ছা এবার খোলাশা করে বলি। আসলে আপনারা যে গাড়িটির ছবি দেখছেন তা বানানো হয়েছে কাগজ দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচের ছবি গুলি দেখুন,
কি এবার বিশ্বাস হলতো এরকম গাড়ি ২০-৩০ টা কেনা আমার জন্য কোন ব্যাপার না। এই গাড়ির ছবি দেখে Akon এর "Smack that" গানটা শুনতে বড় মন চাচ্ছে। তাহলে আমার সাথে আপনারাও শুনে নিন Akon এর গাওয়া সেই গানটি,
লেখকঃ জানা অজানার পথিক।