হ্যাঁ, হ্যাভেন লিঙ্কিং এভিনিউ (Heaven Linking Avenue)। পৃথিবীর সবচেয়ে বিপদজনক রাস্তা এটাই।
রাস্তাটার ৯৯টা বাক আছে, যেটা প্রকাশ করে স্বর্গের ৯টা প্রাসাদ আছে।
রাস্তাটি এমন ভাবে উপরের দিকে উঠে গেছে যেন মনে হয় কোন উড়ন্ত ড্রাগন আর সেটা একটা জেড বেল্টের মত পাহাড়ের বিভিন্ন পাশ থেকে পাহাড়্ গুলোকে পেঁচিয়ে ধরেছে।
রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৬ ফুট নিচু থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ ৪২৬৫ ফুট উচ্চতা থেকে গিয়ে সোজা চীনের হুনান অঙ্গরাজ্যে গিয়ে পৌচেছে।
রাস্তাটির নির্মান কাজ শুরু হয় ১৯৯৮ সালে এবং নির্মান কাজ সমাপ্ত হতে ৮ বছর সময় লাগে।
উপর থেকে নিচ পর্যন্ত রাস্তাটির দুরত্ব ১০ কিলোমিটার।
সম্ভবত আগামী বছর সাংহাই এই রাস্তায় ই ফর্মুলা ওয়ান শুরু করতে যাচ্ছে।
এই রাস্তাটা আবার বিগ গেইট রোড হিসেবেও পরিচিত।
রাস্তাটি যদি কারো কাছে বেশি আতঙ্কজনক মনে হয় তার জন্যেও রয়েছে বিকল্প ব্যবস্থা। ঝাংজিয়াজি সিটি থেকে একটা ক্যাবল কার চলে গেছে একদম টিয়ামেন পর্বতের চুড়া পর্যন্ত। আর এই ক্যাবলওয়েটা ৭৪৫৫ মিটার লম্বা যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা ক্যাবলওয়ে বলে চাইনিজদের দাবি।
লেখকঃ বৃষ্টি ভেজা শিকারী।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
রাস্তাটি যদি কারো কাছে বেশি আতঙ্কজনক মনে হয় তার জন্যেও রয়েছে বিকল্প ব্যবস্থা। ঝাংজিয়াজি সিটি থেকে একটা ক্যাবল কার চলে গেছে একদম টিয়ামেন পর্বতের চুড়া পর্যন্ত। আর এই ক্যাবলওয়েটা ৭৪৫৫ মিটার লম্বা যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা ক্যাবলওয়ে বলে চাইনিজদের দাবি।
লেখকঃ বৃষ্টি ভেজা শিকারী।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন