ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর এর কাছেই কানেরি গ্রামে রয়েছে আমাদের আলোচ্য এই যাদুঘরটি। এখানে ১২টি প্রধান পেশা ভিত্তিক জাতি ও জীবিকা ভিত্তিক পরিবারের গ্রামীন জীবন যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে মোমের পুতুল দিয়ে। তা ছাড়া আরো ১৮টি এমন সম্প্রদায়ের উপস্থাপনা রয়েছে যারা গ্রামবাসীদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেন। যাদুঘরটির বিস্তৃতি ৭ একর এলাকা জুড়ে। এই ৭ একর এলাকা জুড়ে ৩০০টিরও বেশি মূর্তীর সাহায্যে প্রায় ৮০টি আলাদা আলাদা দৃশ্য পট তৈরি করে গ্রাম জীবনের প্রতিটি দৃষ্টি ভঙ্গি এই যাদুঘরে দেখানো হয়েছে।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঘুড়ে আসা যাক সেই যাদু ঘর দিয়ে।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঘুড়ে আসা যাক সেই যাদু ঘর দিয়ে।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন