মোমের যাদুঘর (সিদ্ধাগিরি গ্রামজীবন ওআ্যাক্স মিউজিয়াম)

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর এর কাছেই কানেরি গ্রামে রয়েছে আমাদের আলোচ্য এই যাদুঘরটি। এখানে ১২টি প্রধান পেশা ভিত্তিক জাতি ও জীবিকা ভিত্তিক পরিবারের গ্রামীন জীবন যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে মোমের পুতুল দিয়ে। তা ছাড়া আরো ১৮টি এমন সম্প্রদায়ের উপস্থাপনা রয়েছে যারা গ্রামবাসীদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেন। যাদুঘরটির বিস্তৃতি ৭ একর এলাকা জুড়ে। এই ৭ একর এলাকা জুড়ে ৩০০টিরও বেশি মূর্তীর সাহায্যে প্রায় ৮০টি আলাদা আলাদা দৃশ্য পট তৈরি করে গ্রাম জীবনের প্রতিটি দৃষ্টি ভঙ্গি এই যাদুঘরে দেখানো হয়েছে।

তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঘুড়ে আসা যাক সেই যাদু ঘর দিয়ে।



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info