মানব ইতিহাসে সব থেকে ভয়াবহ যুদ্ধ হয়েছিল ২য় বিশ্বযুদ্ধ। আর এই ২য় বিশ্বযুদ্ধের পূর্বেই সংগোঠিত হয়েছিল ১ম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সালের ২৮শে জুলাই থেকে শুরু করে ১১ই নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী হয় ১ম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ বেশি দিন দীর্ঘস্থায়ী না হলেও ২য় বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপে এটি ছিল সভ্য মানব ইতিহাসের প্রথম বর্বরতম যুদ্ধ। আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এই ১ম বিশ্বযুদ্ধের সময় ব্যাবহৃত কিছু সামরিক যানের সাথে। এই সকল সামরিক যান বেশির ভাগ ব্যাবহার হয়েছে শুধু মাত্র ১ম বিশ্বযুদ্ধের সময় তবে কয়েকটি ২য় বিশ্বযুদ্ধকালীন সময়েও ক্ষনিক সময়ের জন্য ব্যাব্যহার হয়েছিল যুদ্ধ ক্ষেত্রে। চলুন এবার তাহলে বিস্তর জেনে নেই এই ১০টি সামরিক যান সম্পর্কে।
১০) Garford Putilov Armoured Car:
১ম বিশ্বযুদ্ধকালীন সময়ে Garford Putilov Armoured Car তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বেশ বন্ধুর আকৃতির এই সামরিক যুদ্ধ যানটি যদিও বেশ সহজ ছিল যুদ্ধক্ষেত্রে পরিচালনার জন্য এবং পদাতিক বাহিনীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তার পরেও এই যানটিকে ব্যাবহার করা বন্ধো করে দেওয়া হয়। কেননা, এর যান্ত্রিক ক্ষমতা ছিল খুবই কম। ১১ টনের এই সামরিক যানটি পরিচালনা করতে ব্যাবহার করা হয়েছিল মাত্র ৩০ অর্শ্বশক্তির ইঞ্জিন। আর এই যানের সর্বোচ্চ গতি ছিল মাত্র ১৬ থেকে ১৮ কিঃমিঃ প্রতি ঘন্টায়। এছাড়াও এই গাড়ির ডিজাইনেই বেশ ত্রুটি ছিল। এর উপরিভাগের ওজন অনেক বেশি হওয়ার কারনে এই যানটি নিয়ে উচু নিচু পথে যাওয়া ছিল অসম্ভব ব্যাপার। কেননা, এটি খুব সহজেই উল্টে যেত। আর এই সকল কারনেই ১ম বিশ্বযুদ্ধ চলা কালীন সময়েই এই সামরিক যান ব্যাবহার করা বন্ধো করে দেওয়া হয়।
০৯) Ehrhardt E-V/4:
Ehrhardt E-V/4 যার সম্পূর্ন নাম E-V/4 Panzerkraftwagen Ehrhardt। এটি বিশ্বের প্রথম সামরিক যান যেটিকে বানানো হয় যুদ্ধ ক্ষেত্রে দ্রুত গতীতে চলাকে মূল লক্ষ্য করে। সামরিক অস্ত্রে সজ্জিত এই যানটি বানায় জার্মানিরা। প্রথম বিশ্বযুদ্ধে এই সামরিক যানটি সফলতার সাথে ব্যাবহার করার পরেও ২য় বিশ্বযুদ্ধ শুরু প্রাথমিক পর্যায় পর্যন্ত এই সামরিক যানটি ব্যাবহার করা হয়। যদিও এই সামরিক যানটির অস্ত্র অন্যান্য যুদ্ধ যানের তুলনায় অনেকটাই দুর্বল ছিল। আর এই কারনেই ১ম বিশ্বযুদ্ধের পরে এই যানটিকে পুলিশকে ব্যাবহার করতে দেওয়া হয়। এই সামরিক জানটির ওজন ছিল ৯ টন আর এই যান ৮ থেকে ৯ জন কে নিয়ে চলতে সক্ষম ছিল। আর এই সামরিক যানটিতে অস্ত্র হিসেবে ব্যাবহার করা হত তিনটি মেশিন গান।
০৮) Austin Armoured Car:
ব্রিটিশ সামরিক বাহিনীর জন্য Austin Armoured Car তৈরি করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। গাড়িটি দেখে মনে হয় যেন দু'টি পানির ট্যাংকি বসিয়ে দিছে আর তার মধ্যে ফুটা করে বসিয়ে দিয়েছে বন্ধুক। যা হোক, যদিও এই গাড়ি তৈরি করেছিল ব্রিটিশরা কিন্তু এই গাড়ি মূলত পরিচিত হয়ে ওঠে তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের জন্য। কেননা তারা এই সামরিক যানটির ব্যাপক ব্যাবহার করেছিল গৃহ যুদ্ধের সময়ে।
০৭) Büssing A5P:
১ম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে Büssing A5P সামরিক যানটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। এই সামরিক যানটি প্রথম বানানো হয় ১৯১৬ সালে, তবে তা কিছু সংখ্যক তৈরি করা হয় মাত্র। এটিতে প্রথম বারের মত সফলতার সাথে বর্তমান সময়ের ৬ সিলিন্ডারের ট্রাক ইঞ্জিন ব্যাবহার করা হয়। বিশাল আকৃতির স্টিলের তৈরি এই সামরিক যানের মধ্যে ১০ জনের জন্য জায়গা ছিল। এই ১০ জনের মধ্যে ৬ জন জন্য বরাদ্দ ছিল ৬টি ৭.৯২ mm মেশিন গান। এই মেশিন গান গুলি মুলত দু'টি মডেলের থাকত, প্রথমত MG 08 অথবা MG 15 nA। আবার কিছু কিছু Büssing A5P সামরিক যানে ব্যাবহার করা হত ২০ mm কামান। এই সামরিক যানটি যদিও বেশ সফল একটি যুদ্ধ যান ছিল তারপরেও এটি ১৯১৭ সালে ইস্টার্ন ফ্রন্টে সর্ব শেষ বার ব্যাবহার করা হয়।
০৬) Jeffery Armored Car:
১৯১৫ সালে, আমেরিকার উইসকনসিন প্রদেশের কেনোশা অঞ্চলে অবস্থিত থমাস বি. জেফরির কম্পানিতে তৈরি করা হয় Jeffery Armored Car। এই গাড়িটি মূলত তৈরি করা হয় "জেনারেন জন পারসিং" এর জন্য। যাতে তিনি এই সামরিক যানে করে মেক্সিকোর কলাম্বাস অঞ্চলে যুদ্ধযাত্রা করতে পারেন। কলাম্বাস অঞ্চলের প্যাঞ্চো ভিলা ছিল মূলত তার লক্ষ্য আর এই প্যাঞ্চো ভিলা তৎকালীন সময়ে মেক্সির বেশ ভিতরেই অবস্থিত ছিল, কিন্তু এখানে তিনি এই সামরিক যান নিয়ে কোন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এমন কোন নথি খুঁজে পাওয়া যায়নি।
লেখকঃ জানা অজানার পথিক।