পৃথিবীর সব থেকে শক্তিশালী বিদ্যুৎ চালিত গাড়ি ।। World Most Powerful Electric Car


২০১২ তে Paris Motor Show তে মার্সিডিজ পরিচয় করিয়ে দিল তাদের তৈরি এবং বর্তমান বিশ্বে সব থেকে শক্তিশালী বিদ্যুৎ চালিত গাড়ি "Mercedes SLS AMG" এর সাথে। এটি দেখতে অন্যান্য Sedan SLS AMG এর মত হলেও এর দাম অন্যান্য SLS থেকে প্রায় দ্বিগুন। এই গাড়ির দাম ৫,৩৮,০০০ মার্কিন ডলার।

hybridknowledge.info hybridknowledge.info


এই গাড়ি তৈরি করতে মার্সিডিজ ব্যাবহার করেছে Liquid Metal নামে এক ধরনের সংকর ধাতু, যা দূর থেকে দেখলে মনে হবে এই মনে হয় গাড়িটি গায়ে কোন তরল পদার্থ লেগে আছে, কিন্তু তা অত্যান্ত স্থিতি স্থাপক ধাতু আর হালকা। যা গাড়িকে এক অন্য চেহারা দিয়েছে। এই Mercedes SLS AMG ৩.৯ সেকেন্ডের মধ্যেই ১০০ কিঃমিঃ প্রতি ঘন্টায় গতি তুলতে সক্ষম আর এর সর্বোচ্চ গতি ১৫৫ কিঃমিঃ প্রতি ঘন্টায়।


চারটি বৈদ্যুতিক মটর এই গাড়ির চারটি চাকা ঘুড়ায়, আর এই চারটি মটরে বিদ্যুৎ পরিবাহের জন্য ব্যাবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যা থেকে ৭৪০ অর্শ শক্তি উতপন্ন হয়। এই গাড়ির চারটি চাকা সম্পূর্ন আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রিত হয়। গাড়িতে উপস্থিত কম্পিউটার প্রতিনিয়ত এর ব্রেক আর মটরের শক্তি নিয়ন্ত্রন করে, গাড়ির চারিপাশে লাগানো ক্যামেরা এর চারিপাশ সব সময় জড়িপ করতে থাকে। যার ফলে আপনি চাইলেও এই গাড়ি নিয়ে কোন প্রকার সড়ক দূর্ঘটনায় পরতে পারবেন না যদি না অন্য কোন গাড়ি এসে ধাক্কা না দেয়।

এই গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি ২৩০ ভোল্টের হয়, সাধারনত এই ব্যাটারি সম্পূর্ন চার্জ নিতে সময় নেয় ২০ ঘন্টার মত, কিন্তু মার্জিডিজ এমন এক ধরনের চার্জার ব্যাবহার করেছে যার ফলে এই ব্যাটারি পরিপূর্ন চার্জ নিতে ৩ ঘন্টা সময় নেবে।

আসুন এবার এই গাড়ির আরো কিছু ছবি দেখে নেই,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।