বিশ্বের সব থেকে দামি উপকরণের নাম কি? এই প্রশ্ন করার সাথে সাথেই নিশ্চয়ই ভাবছেন সোনা বা হীরা!! তাই না?? কিন্তু না; এগুলা মোটেও বিশ্বের সব থেকে দামি উপকরণ নয়। বরং এর থেকেও দামি উপকরণ আছে এই পৃথিবীর বুকে। আর আজ আপনাদের পরিচয় করিয়ে দিব সেই সব উপকরণ গুলির সাথে। তবে পরিচয় করাব সব থেকে দামি ১৬টি উপকরণের সাথে। তাহলে চলুন শুরু করা যাক।
১৬) জাফরানঃ ১১ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
এই মসলার স্বাদ আসলেই দারুন এবং স্বাস্থ্যের দিক থেকেও বেশ উপকারী বটে। এর উৎপাদন বেশ সময় সাপেক্ষ এবং বেশ কষ্টসাধ্য ব্যাপার বটে। কিন্তু এর স্বাদ আর নিরাময় বৈশিষ্ট্য অনান্য মসলা থেকে সত্যিকার অর্থেই অন্য সব মসলা থেকে একদম আলাদা।
এই মসলার স্বাদ আসলেই দারুন এবং স্বাস্থ্যের দিক থেকেও বেশ উপকারী বটে। এর উৎপাদন বেশ সময় সাপেক্ষ এবং বেশ কষ্টসাধ্য ব্যাপার বটে। কিন্তু এর স্বাদ আর নিরাময় বৈশিষ্ট্য অনান্য মসলা থেকে সত্যিকার অর্থেই অন্য সব মসলা থেকে একদম আলাদা।
১৫) স্বর্ণঃ ৫৬ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
নিষ্টের ১৫ নম্বরেই স্বর্ণের অবস্থান দেখে আবার অবাক হয়ে যাইয়েন না। কেননা অবাক হবার এখনও অনেক বাকি আছে। সেই কবে থেকে যে স্বর্ণকে মূল্যবান ধাতু হিসেবে মানুষ ব্যবহার করে আসছে তার কোন তথ্যই কারো জানা নেই। এই স্বর্ণের ব্যবহার কিন্তু শুধু মাত্র অলংকার হিসেবেই হয় না। এর হরেক রকমের ব্যবহার আছে। আর তা জানতে পারবেন 'স্বর্ন নিয়ে ৮টি তথ্য যা আপনাকে অবাক করে দিবে' লেখাটি পড়লেই।
নিষ্টের ১৫ নম্বরেই স্বর্ণের অবস্থান দেখে আবার অবাক হয়ে যাইয়েন না। কেননা অবাক হবার এখনও অনেক বাকি আছে। সেই কবে থেকে যে স্বর্ণকে মূল্যবান ধাতু হিসেবে মানুষ ব্যবহার করে আসছে তার কোন তথ্যই কারো জানা নেই। এই স্বর্ণের ব্যবহার কিন্তু শুধু মাত্র অলংকার হিসেবেই হয় না। এর হরেক রকমের ব্যবহার আছে। আর তা জানতে পারবেন 'স্বর্ন নিয়ে ৮টি তথ্য যা আপনাকে অবাক করে দিবে' লেখাটি পড়লেই।
১৪) রোডিয়ামঃ ৫৮ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
প্লাটিনাম গ্রুপের অত্যন্ত বিরল প্রজাতির ধাতু এটি। এই ধাতু কতটা বিরল তার ধারনা পেতে এই উপস্থিতির মাত্রা জানলেই বুঝতে পারবেন। প্রায় এক টন পৃথিবীর মাটির মধ্যে রয়েছে মাত্র ০.০০১ গ্রাম রোডিয়াম।
প্লাটিনাম গ্রুপের অত্যন্ত বিরল প্রজাতির ধাতু এটি। এই ধাতু কতটা বিরল তার ধারনা পেতে এই উপস্থিতির মাত্রা জানলেই বুঝতে পারবেন। প্রায় এক টন পৃথিবীর মাটির মধ্যে রয়েছে মাত্র ০.০০১ গ্রাম রোডিয়াম।
১৩) প্লাটিনামঃ ৬০ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
অতন্ত্য বিরল দামি রৈপ্য-স্টিল রঙয়ের এই ধাতু। স্বর্ণের মতই এই ধাতু এসিড, ক্ষার এবং অন্যান্য ধাতুর সাথে তেমন একটা বিক্রিয়া করে না।
অতন্ত্য বিরল দামি রৈপ্য-স্টিল রঙয়ের এই ধাতু। স্বর্ণের মতই এই ধাতু এসিড, ক্ষার এবং অন্যান্য ধাতুর সাথে তেমন একটা বিক্রিয়া করে না।
১২) মেথামফেটামিনঃ ১০০ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
এই মেথামফেটামিন যার কাছে দেখবেন তার কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই ভাল। কেননা এর উৎপাদন করা এবং বহন করা আইনগত ভাবে নিষিদ্ধ। প্রথবে ঔষধ হিসেবে এর আবিষ্কার হলেও নেশার কাজে বেশি ব্যবহারের জন্য একে নিষিদ্ধ করা হয়। আর আপনি যদি সারা জীবনেও একে না দেখেন নিজেকে ভাগ্যবান বলেই ধরে নিবেন।
এই মেথামফেটামিন যার কাছে দেখবেন তার কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই ভাল। কেননা এর উৎপাদন করা এবং বহন করা আইনগত ভাবে নিষিদ্ধ। প্রথবে ঔষধ হিসেবে এর আবিষ্কার হলেও নেশার কাজে বেশি ব্যবহারের জন্য একে নিষিদ্ধ করা হয়। আর আপনি যদি সারা জীবনেও একে না দেখেন নিজেকে ভাগ্যবান বলেই ধরে নিবেন।
১১) গন্ডারের শিংঃ ১১০ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
গন্ডারের শিং এর ঔষধি গুনের কারনে এর বেশ চাহিদা রয়েছে বিশ্ব জুড়ে। গন্ডারের শিং এর এই উচ্চ মূল্যের কারনেই এরা চোরাকারবারিদের শিকারে পরিনত হয়। আর এই কারনে আজ পৃথিবী জুড়েই গন্ডারের সংখ্যা বিলুপ্তির শেষপ্রান্তে পৌছে গেছে।
গন্ডারের শিং এর ঔষধি গুনের কারনে এর বেশ চাহিদা রয়েছে বিশ্ব জুড়ে। গন্ডারের শিং এর এই উচ্চ মূল্যের কারনেই এরা চোরাকারবারিদের শিকারে পরিনত হয়। আর এই কারনে আজ পৃথিবী জুড়েই গন্ডারের সংখ্যা বিলুপ্তির শেষপ্রান্তে পৌছে গেছে।
১০) হিরোইনঃ ১৩০ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
নেশা করার জগতে এই হিরোইন সত্যিই হিরো। আপনি যদি সারা জীবনে এর চেহারা না দেখেন তাহলে অবশ্যই নিজেকে ভাগ্যবান বলে ভেবে নিবেন। মূলত এর দুষ্প্রাপ্যতার কারনেই এর দাম এত বেশি।
নেশা করার জগতে এই হিরোইন সত্যিই হিরো। আপনি যদি সারা জীবনে এর চেহারা না দেখেন তাহলে অবশ্যই নিজেকে ভাগ্যবান বলে ভেবে নিবেন। মূলত এর দুষ্প্রাপ্যতার কারনেই এর দাম এত বেশি।
০৯) কোকেইনঃ ২৩৬ মার্কিন ডলার প্রতি গ্রামঃ
নেশার জগতে সব থেকে দামি এই কোকেইন। হিরোইনের মতই একে দেখার ইচ্ছাও কখনও মনে আনবেন না। কেননা এর টান এক বার যে নিছে সে কোন দিন এর কবল থেকে রক্ষা পায় নি। এই ক্রিষ্টাল গুলিকে বেদনানাশক হিসেবে আবিষ্কার করা হলেও খুব তাড়াতাড়ি তা রূপ নেয় নেশার বস্তু হিসেবে।
নেশার জগতে সব থেকে দামি এই কোকেইন। হিরোইনের মতই একে দেখার ইচ্ছাও কখনও মনে আনবেন না। কেননা এর টান এক বার যে নিছে সে কোন দিন এর কবল থেকে রক্ষা পায় নি। এই ক্রিষ্টাল গুলিকে বেদনানাশক হিসেবে আবিষ্কার করা হলেও খুব তাড়াতাড়ি তা রূপ নেয় নেশার বস্তু হিসেবে।
লেখকঃ জানা অজানার পথিক।
Those are not metals they are objects, please correct your headline
উত্তরমুছুনDefinitions of material:(noun)
মুছুনthe matter from which a thing is or can be made.
Example:
goats can eat more or less any plant material
synonyms:
matter, substance, stuff, medium
facts, information, or ideas for use in creating a book or other work.
ঠিক করে দিলাম... ধাতুর বদলে ব্যবহার করলাম "উপকরণ"
Hello namhin bekti jodi atoe bangla sompork janeen to banglatye likhy pathan, englisha kano....
উত্তরমুছুনo.O
মুছুন