খাবেন নাকি মাইকেল জ্যাকসনের ঘটিগরম ও চানাচুর মাখা? মাইকেল জ্যাকসনের নাম শুনে নিশ্চই অবাক হচ্ছেন। না ইনি আসল মাইকেল জ্যাকসন না হলেও, মাইকেল জ্যাকসনের বিশাল বড় এক ফ্যান। আর এনার নাম বিল্লাল। খুলনার রেলগেট মোড়ে তার ঘটিগরম চিড়া ও চানাচুর বিক্রির সময় ক্যামেরা বন্দি হন। তার ঘটিগরম চিড়া ও চানাচুর বিক্রির অভিনব এই কায়দা সত্যি প্রশংসার দাবি রাখে।


আর খুলনার মাইকেল জ্যাকসন মানে বিল্লালের মোবাইল নম্বরঃ +৮৮০-১৯১৫-৯৩৫৮০২
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
Bhai apni amar theke adsense er ads niye use krte paren. projone dekha krte paren
উত্তরমুছুনবাংলা সাইটে দেয় না... খালি খালি একাউণ্ট ব্লক খাবে
মুছুনha ha ha onek moja pailam
উত্তরমুছুনতাহলে আরকি মুড়ি খাইতে যান... :P
মুছুন