চীনের ঘরোয়া প্রযুক্তি (২য় পর্ব)

পুর্বের পর্বঃ চীনের ঘরোয়া প্রযুক্তি (১ম পর্ব)

মানুষের মধ্যে আবিস্কারের নেশা না থাকলে পৃথিবী এতদিনে এক জায়গায় স্থবির হয়ে যেত। মানুষ সব সময় নিজের মেধা ও মননকে নিয়ে পরীক্ষা নীরিক্ষায় লিপ্ত হতে ভালোবাসে। এর থেকে বেরিয়ে আসে নতুন কিছু আবিস্কার, যা উৎসাহিত করে আরও কিছু মানুষকে সামনের দিকে এগোবার। বিস্তৃত পর্যায়ে আধুনিক প্রযুক্তিতে পৃথিবীর বড় বড় আবিস্কারগুলোর কথা আমরা সকলেই কম বেশী জানি। কিন্তু রনরবে নির্ভতে সম্পূর্ণ ঘরোয়া প্রযুক্তিতে এই আবিস্কার গুলো যখন সম্পন্ন হয় তখন সেগুলো আমাদের কাছে চমকের মতো লাগে বৈকি। চলুন পরিচিত হই চীনের এই ধরনের কিছু ইউনিক আবিস্কারের সাথে।


১২) তাও জিয়াংলি ২০০৮ সালে এই সাবমেরিনটি তৈরী করেন। এটিতে দুটি প্রপেলার আছে।


১৩) দিং সিলু (ছবিতে বামে) গত বছর এই এয়ারক্রাফটি তৈরী করেছেন। এতে খরচ হয়েছে মাত্র ৩২৭ মার্কিন ডলার। এই এয়ারক্রাফটি লম্বায় ৫ মিটার এবং উচ্চতায় ৪.৫ মিটার।


১৪) নতুন ধরনের এই ভিহাইকেলটি চীনের হুনান ইউনিভার্সিটির একদল ছাত্র ২০১৩ সালে। এটি তৈরী করতে খরচ হয়েছে ৮,১৬৮ মার্কিন ডলার। এটি ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।


১৫) ফুলের মতো দেখতে এটি একটি ট্রাক্টর। গত বছর এটি তৈরী করা হয়েছে। রাস্তা পরিস্কারের কাজে এটি ব্যবহৃত হয়।


১৬) এটি দিং সিলুর তৈরী করা আর একটি এয়ারক্রাফট। ২০১১ সালে এটি তৈরী করা হয়েছে। খরচ হয়েছে মাত্র ৩৯৫ মার্কিন ডলার। ওজন ১৩০ কেজি।


১৭) এটি ঝু রানকুয়াং কর্তৃক তৈরী একটি হোমমেড গাড়ি। ২০১৩ সালে ৪৭ বছর বয়সী ঝু এটি তৈরী করেন। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।


১৮) ৫০ বছর বয়সী কৃষক গুয়া নিজের নাতীর জন্য এই খেলনা গাড়িটি তৈরী করেছেন গত ১৯ তারিখে। মাত্র ছয় মাসে ৮১২ মার্কিন ডলার ব্যয়ে তিনি এটি তৈরী করেন। গাড়িটি ২ মিটার লম্বা ও ১ মিটার প্রশস্ত। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।


১৯) ৫৫ বছর বয়সী তিয়ান সেনজিং ২০১২ সালে এই হেলিকাপ্টারটি তৈরী করেছেন।


২০) ঝেং জিউলিন নিজের তৈরী এয়ার ক্রাফটে বসে আছেন। মাত্র ৩২১ মার্কিন ডলার খরচ করে এক বছরেরও কম সময়ে ২০১২ সালে তিনি এটি তৈরী করেছেন।


২১) ঝেং উই ২০১৩ সালে এই সাবমেরিনটি তৈরী করেছেন।


২২) এটি ঝেং এর তৈরী আর একটি মিনিয়েচার সাবমেরিন। ২০১১ সালে তৈরী করা হয়েছে।


২৩) ওয়েন জেকুয়ান নামের একজন ৫৪ বছর বয়সী মটর সাইকেল মেকানিক গত বছর এই হেলিকাপ্টারটি তৈরী করেছেন। এটি তৈরী করতে সময় লেগেছে তিন মাসের একটু বেশী। খরচ হয়েছে ১৬৩০ মার্কিন ডলার। হেলিকাপ্টারটি ৪.২ মিটার লম্বা ও ২.৮ মিটার উঁচু।

লেখকঃ সুফিয়া।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info