প্রকৃতির কত গুহাইতো দেখেছেন, কিন্তু আজ আপনাদের দেখাব মানুষের তৈরি এক গুহা। এর নাম "মাইছিয়েসান গুহা" (Maytszishan Caves)। এর নাম গুহা হলেও এটি আসলে বৌদ্ধ ধর্মালম্বিদের মন্দির। বিশাল এক মন্দির কিন্তু এই মন্দির নিয়ে বিশেষ কোন তথ্য এখন পর্যন্ত প্রকাশ পায়নি বা তেমন কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে পুরাতন এক জীবনি থেকে ধারনা পাওয়া যায় বৌদ্ধ সন্নাসী "তানহংগা" (Tanhonga) এবং "হুয়াংগাং" (Huanggang) তৈরি করেছিলেন এই বৌদ্ধ মন্দির।
এই মাইছিয়েসান গুহা এর অবস্থান চায়নার উত্তর পশ্চিমের গানসু প্রদেশে। এই গুহা তৈরি করা হয়েছে পাহাড়ের মধ্যে খোদাই করে। আর এই মন্দিরে আছে ৭০০০ বৌদ্ধর মূর্তি আর ১০০০ স্কয়ার মিটার জুড়ে দেয়াল চিত্র। এছাড়াও এই পাহাড়ের দেওয়ালে তৈরি করা হয়েছে ১৬ মিটার লম্বা বৌদ্ধর মূর্তি যা সম্পূর্ন পাহাড় খোদাই খুড়ে।
এখানে তৎকালীন সময়ের বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করত সমাজ সংসার ছেড়ে। আর এখানেই কাটিয়ে দিত তাদের সম্পুর্ন জীবন। তাদের খোদাই করা এই গুহা গুলির মধ্যে আসা যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল কাঠের তৈরি সিড়ি। আর এই কাঠ গুলিকে আবার জুড়ে দেওয়া হয়েছে লোহার ফ্রেম দিয়ে, যাতে তা আরো বেশি শক্তো হয়। বর্তমানে এই বৌদ্ধ মন্দির বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা পরিত্যাক্ত হলেও চায়নার ট্যুরিসদের জন্য বেশ আকর্ষনিয় স্থান।
এবার তাহলে অবাক করা মানুষের তৈরি এই মাইছিয়েসান গুহার আরো কিছু ছবি দেখে নেই,
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন