পৃথিবীর সব থেকে দামি গাড়ি ।। World Most Expensive Car


বিগত মার্চ ২০১৩ তে বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান "ল্যাম্বারগিনি" (Lamborghini) আত্মপ্রকাশ করল তাদের নতুন গাড়ি "ভেনেনো সুপার কার" (Veneno Supercar), যার দাম ৪.৭ মিলিয়ন মার্কিন ডলার। আর এটি ল্যাম্বারগিনি তথা বিশ্বের সব থেকে দামি গাড়ি। এ পর্যন্ত এই ভেনন সুপার কার মাত্র ৪টি বানানো হয়েছে।

ভেনন সুপার কার বানানো হয়েছে সম্পূর্ন কার্বন তন্তু দিয়ে, এর ফলে এই গাড়ির ওজন অন্যান্য যে কোন গাড়ির তুলনায় অনেক কম, মাত্র ৩,১৯০ পাউন্ড। এই গাড়ির ডিজাইন অন্যান্য ল্যাম্বারগিনির তুলনায় অনেকটা আক্রমনাত্মক এবং একই সাথে অনেক গতি সম্পন্ন। ৬.৫ লিটারের ভি১২ (V12) ইঞ্জিন ব্যাবহৃত হয়েছে এই গাড়িতে যা এই গাড়িকে ৭৮০ অর্শশক্তি প্রদান করে। এই গাড়ি ০ কিঃমিঃ প্রতি ঘন্টা থেকে ৬০ কিঃমিঃ প্রতি ঘন্টায় যেতে সময় নেয় মাত্র ২.৮ সেকেন্ড।

কিন্তু আপনি চাইলেও এই গাড়ি কিনতে পারবেন না। ধরুন আপনার মিলিয়ন মিলিয়ন ডলার আছে আর আপনি এই গাড়ি কিনতে চান। কিন্তু এই গাড়ি যাতে সবার হাতের নাগালে না থাকে তাই ল্যাম্বারগিনি এই গাড়ি বানাবার আগেই এই অর্ডার নিয়েছে আর মাত্র ৪টি গাড়ি বানিয়েছে। যারা এই গাড়ি বানাবার পূর্বে অর্ডার দিয়েছিল তারাই শুধু মাত্র বর্তমানে এই গাড়ির মালিক।

আসুন এবার এই ভেনেনো সুপার কারের কিছু ছবি দেখে নেই, গাড়িতো আর কপালে নেই কিন্তু ছবি পেতে ঠেকাবে কে?


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info