পূর্ব চায়নার ফুজিয়ান প্রদেশে অবস্থিত, ফুজহু শহরে বসবাস করেন ২২ বছর বয়সি জিলিয়াওলিয়ান (Xiaolian), যিনি সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হন। মূল আঘাত তার মুখের উপর আসায় তার নাক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে তার নাকের কার্টিলেজ (হাড় বিশেষ) সম্পূর্ন ভাবে নষ্টো হয়ে যায়। ফলে নাকের ছিদ্র বন্ধ হয়ে যায় চিরতরে। তার শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য তার চিকিৎসকরা সিদ্ধান্ত নেন বিকল্প শ্বাস প্রশ্বাসের ব্যাবস্থা নিতে। তারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার কপালে একটি নকল নাক বসিয়ে দেয়। যা তার আসল নাকের পরিপূরক হিসেবে কাজ করে।
সড়ক দূর্ঘটনার পরে জিলিয়াওলিয়ান এর আর্থিক অবস্থার কথা চিন্তা করে এবং তার অনুরোধের কারনে প্রথম দিকে তার কোন অপারেশন না করে শুধু মাত্র ঔষধ দেওয়া হয়। কিন্তু এভাবে কয়েক মাস কেটে গেলেও তার অবস্থার কোন উন্নতি হয় নাই বরং দিনে দিনে তার নাকের কার্টিলেজে পচন ধরে। ফলে তার নাককে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া পারত পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এর ফলে ডাক্তাররা বাধ্য হয় বিকল্প কোন পথ খুঁজতে। তারা সিদ্ধান্ত নেন, তার শরীরের কোন অংশের চামড়া নিয়ে এবং তার বুকের পাজরের কার্টিলেজ নিয়ে তার কপালে নতুন নাক বানাবেন। বিশ্বে প্রথম বারের মত এরকম শরীরের কোন অংশ বানাবার অপারেশন করা হয়। আর তা সফল হয় এবং জিলিয়াওলিয়ান পেলেন তার নতুন নাক।
লেখকঃ জানা অজানার পথিক।