CCTV ক্যামেরায় চায়নার ব্রিজ ধ্বস ।। CCTV Camera Caught China Bridge Collapse


আপনারা তো অনেক ব্রীজ পার হয়েছেন। অনেক সময় দেখবেন ব্রীজে ওঠার আগেই লেখা থাকে, "সাবধানে সেতু পার হন" অথব "ভারি যানবাহন ওঠা নিষেধ", এরকম কিছু। কিন্তু আমরা অনেকেই তা মানি না।

ঠিক এরকম হয়েছিল চায়নার লুসান ঝিয়ানে (Lushan Xihai), ব্রীজের ক্ষমতা মাত্র ৪০ জন লোকের কিন্তু কে শোনে কার কথা। নিরাপত্তা কর্মীদের বার বার নিষেধ করার পরেও লোকজন তাড়াহুড়া করে ব্রীজ পাড় হতে যেয়ে সম্মুক্ষীন হল দূর্ঘটনার। ১৮জন গুরত্বর আহত হয়েছে এই ব্রীজ ধ্বসে।

তাই বলি একটু সাবধান। ব্রীজে ওঠার আগে যে সাবধনতার কথা লেখা থাকে তা মানবেন তা না হলে আপনার কপালেও লেখা থাকতে পারে এরকম কিছু।

এবার আসুন এই ব্রীজ ধ্বসের কিছু স্থিরচিত্র সহ CCTV ক্যামেরায় ধারনকৃত ভিডিও চিত্রটি,


hybridknowledge.info hybridknowledge.info

ছবি দেখাতো হল এবার চলুন দেখে নেই ভিডিওটি,



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।