তুলতুলে খরগোশ ।। Fluffiest Bunny


তুলতুলে এই খরগোশ প্রজাতির নাম আঙ্গোরা (Angora Rabbit), এই প্রজাতির খরগোশ খুবই তুলতুলে হয়, কেননা এদের সারা দেহ ভরা থাকে ঘন লোমে, আর এই কারনে গৃহপালিত খরগোশ গুলির মধ্যে এরাই সব থেকে জনপ্রিয়। ইতিহাস ঘাটলে দেখা যায় গৃহপালিত প্রানী হিসেবে এরা বেশ পুরানো। এই খরগোশের আদিবাস তূর্কির আনকারা (আদি নাম আঙ্গোরা) অঞ্চলে। ১৮ শতকের মাঝামাঝি সময়ে এই খরগোশ গুলি শুধু মাত্র ফ্রান্স রাজবংশ লালন পালন করত রাজকিয় গৃহপালিত পশু হিসেবে, পরবর্তিতে ১৮ শতকের শেষের দিকে এই খরগোশা পোষা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে আর ২০ শতকের প্রথম দিকে তা চলে আসে আমেরিকাতেও। এভাবেই সারা বিশ্বে এক সময় পরিচিত হয়ে ওঠে এই খরগোশ।

এবার আসুন এই লোমে ঢাকা তুলতুলে আঙ্গোরা খরগোশের আরো কিছু ছবেই দেখে নেই,

hybridknowledge.info hybridknowledge.info


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।