তুলতুলে এই খরগোশ প্রজাতির নাম আঙ্গোরা (Angora Rabbit), এই প্রজাতির খরগোশ খুবই তুলতুলে হয়, কেননা এদের সারা দেহ ভরা থাকে ঘন লোমে, আর এই কারনে গৃহপালিত খরগোশ গুলির মধ্যে এরাই সব থেকে জনপ্রিয়। ইতিহাস ঘাটলে দেখা যায় গৃহপালিত প্রানী হিসেবে এরা বেশ পুরানো। এই খরগোশের আদিবাস তূর্কির আনকারা (আদি নাম আঙ্গোরা) অঞ্চলে। ১৮ শতকের মাঝামাঝি সময়ে এই খরগোশ গুলি শুধু মাত্র ফ্রান্স রাজবংশ লালন পালন করত রাজকিয় গৃহপালিত পশু হিসেবে, পরবর্তিতে ১৮ শতকের শেষের দিকে এই খরগোশা পোষা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে আর ২০ শতকের প্রথম দিকে তা চলে আসে আমেরিকাতেও। এভাবেই সারা বিশ্বে এক সময় পরিচিত হয়ে ওঠে এই খরগোশ।
এবার আসুন এই লোমে ঢাকা তুলতুলে আঙ্গোরা খরগোশের আরো কিছু ছবেই দেখে নেই,
লেখকঃ জানা অজানার পথিক।