বিশ্বের সব থেকে ভয়ংকর রাস্তা ।। World Most Dangerous Road


আপনারা কাঠের বানানো যে পথের ছবি দেখছেন তা স্পেইনের এল চোররো (El Chorro) শহরে অবস্থিত। এই পথটি বানানো হয় ১৯০৫ সালে আর বানানো হয়েছিল ততকালিন সময়ে জলবিদ্যুত কেন্দ্র বানাবার জন্য নিয়জিত শ্রমিকদের যাতায়তের জন্য। ছবি দেখে নিশ্চই বুঝতে পারছেন তখনকার সময়ে শ্রমিকরা কতটা বিপদজনক পথ দিতে আসা যাওয়া করত। আর এত দিনে এই পথের অবস্থা আরো কতটা নাজুক হয়ে পরেছে তা বলার অপেক্ষা রাখে না।

তারপরেও দুঃসাহসিক অভিযান প্রিয় লোকদের কাছে এটা খুবই জনপ্রিয় জায়গা। এত বছর পরে কোথাও কোথাও ভেংগের পরেছে তা পারি দিয়ে যাবার লোভ অনেকেই সামলাতে পারে না। এই জায়গা অনেকটা ট্যুরিস্ট স্পটে পরিনত হয়েছে। অনেকেই আসে এই পথ পারি দেবার অভিযানের স্বাদ নিতে। একারনে এই পথের উন্নতির জন্য স্পেইনের সরকার ২০০৬ সালে ৭ মিলিয়ন ইউরো বরাদ্দ করে। কিন্তু তেমন কোন উন্নতি যে হয় নাই তা ছবি দেখলেই বোঝা যায়।

বর্তমান সময়ে পাহাড়ের গা ঘেষে বানানো কাঠের এই পথকে বলা হয় বিশ্বের সব থেকে ভংকর রাস্তা, আর এ কথা বলার কারন এই পথের আরো কিছু ছবি দেখলেই হাড়ে হাড়ে টের পাবেন। তাহলে চলুন দেখে নেই বিশ্বের সব থেকে ভয়ংকর রাস্তার আরো কিছু ছবি,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info