আপনারা কাঠের বানানো যে পথের ছবি দেখছেন তা স্পেইনের এল চোররো (El Chorro) শহরে অবস্থিত। এই পথটি বানানো হয় ১৯০৫ সালে আর বানানো হয়েছিল ততকালিন সময়ে জলবিদ্যুত কেন্দ্র বানাবার জন্য নিয়জিত শ্রমিকদের যাতায়তের জন্য। ছবি দেখে নিশ্চই বুঝতে পারছেন তখনকার সময়ে শ্রমিকরা কতটা বিপদজনক পথ দিতে আসা যাওয়া করত। আর এত দিনে এই পথের অবস্থা আরো কতটা নাজুক হয়ে পরেছে তা বলার অপেক্ষা রাখে না।
তারপরেও দুঃসাহসিক অভিযান প্রিয় লোকদের কাছে এটা খুবই জনপ্রিয় জায়গা। এত বছর পরে কোথাও কোথাও ভেংগের পরেছে তা পারি দিয়ে যাবার লোভ অনেকেই সামলাতে পারে না। এই জায়গা অনেকটা ট্যুরিস্ট স্পটে পরিনত হয়েছে। অনেকেই আসে এই পথ পারি দেবার অভিযানের স্বাদ নিতে। একারনে এই পথের উন্নতির জন্য স্পেইনের সরকার ২০০৬ সালে ৭ মিলিয়ন ইউরো বরাদ্দ করে। কিন্তু তেমন কোন উন্নতি যে হয় নাই তা ছবি দেখলেই বোঝা যায়।
বর্তমান সময়ে পাহাড়ের গা ঘেষে বানানো কাঠের এই পথকে বলা হয় বিশ্বের সব থেকে ভংকর রাস্তা, আর এ কথা বলার কারন এই পথের আরো কিছু ছবি দেখলেই হাড়ে হাড়ে টের পাবেন। তাহলে চলুন দেখে নেই বিশ্বের সব থেকে ভয়ংকর রাস্তার আরো কিছু ছবি,
লেখকঃ জানা অজানার পথিক।