আপনাদের জন্য ছোট একটি ধাঁধা। আর তা হল আপনাদের বলতে হবে যে নারীর ছবি আপনারা দেখছেন তিনি হলিউডের কোন অভিনেতার স্ত্রী? একটু চিন্তা করে দেখুন পারেন কিনা। অভিনেতা হিসেবে কিন্তু বেশ খ্যাতি আছে তার।
কি চিনতে পারছেন না? আচ্ছা আরেকটা ছবি দেই, এবার দেখেন চিনতে পারেন কিনা?
স্বামী স্ত্রী মিলে এসেছেন সমুদ্র সৈকতে কিছু মূহুর্ত একসাথে কাটাবার জন্য। এই ছবিটা সেই সময় তোলা। এখন খেয়াল করে দেখুন তো চিনতে পারছেন কিনা?
কি এখনও চিনতে পারেন নাই? আচ্ছা এবার তাহলে অভিনেতার ছবি দিয়েই দেই,
কি এখন চিনেছেন? ইনি হল হলিউডের বিখ্যাত অভিনেতা Pierce Brosnan, আর 007 খ্যাত জেমস বন্ড চরিত্রের সব থেকে সফল নায়ক তিনি। এখনো কি চিনতে সমস্যা হচ্ছে? তাহলে নিচের ছবি গুলি দেখুন,
এবার চিনেছেন নিশ্চই। বিখ্যাত এই অভিনেতাকে? আর উপরে যার ছবি দিয়েছিলাম আর বলেছিলাম তার স্বামীর নাম বলতে এই Pierce Brosnan হচ্ছে তার স্বামী। সত্যিই ভালবাসার ব্যাখ্যা খুঁজে পাওয়া বড়ই কঠিন।
লেখকঃ জানা অজানার পথিক।