আজ আপনাদের পরিচয় করিয়ে দিব পৃথিবীর সব থেকে বড় গোফওয়ালা ব্যাক্তির সাথে। তিনি কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরে থাকেন না, থাকেন আমাদের পাশের রাষ্ট্র ভারতের রাজস্থানে, নাম তার "রাম সিং চৌহান", তিনি সেই ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত তার গোফ কাটেন নাই। তার গোফ লম্বায় ৪.৩০ মিটার। সব থেকে বড় গোফের গিনেজ বিশ্ব রেকর্ডটি এখন তার দখলে।
৫৪ বছর বয়সি রাম সিং ১৯৭০ সাল থেকে আর গোফ কাটেন নাই। তবে প্রথম দিকে গোফের আগা ফেটে যাওয়া শুরু করায় তিনি গোফের আগা ছেটে দিতেন কিন্তু ১৯৮২ সালের পর থেকে তিনি এই আগা ছাটাও বন্ধো করে দেন। মানে এর পর থেকে তিনি আর কোন রকম কাটছাট করেন নাই তার গোফের। তিনি এই গোফ রাখার জন্য প্রথম অনুপ্রেরনা পান রাজাস্থানের এক ব্যাক্তির গোফ দেখে, সেই ব্যাক্তির নাম ঠিকানা কিছু না জানা থাকলেও তিনি এতটাই অনুপ্রেনিত হন যে গোফ বড় করা যেন তার স্বপ্নে পরিনত হয়। অবশ্য এর জন্য প্রথম দিকে তার স্ত্রীর সাথে বেশ ঝগড়া হত। কেননা, তিনি এই গোফ ধুতে আর চিরুনি দিয়ে আঁচড়াতে বেশ সময় ব্যায় করেন, আর তা ২ ঘন্টার কাছাকাছি আর সব থেকে যে কারনে তার স্ত্রী এটা পছন্দ করতেন না তা হল, তা যখনই বাইরে যান সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। এটা তার স্ত্রী পছন্দ না করলেও রাম সিং কিন্তু বেশ উপভোগ করেন। আর এর কারনেই হয়ত তিনি গোফ এত বড় করেছেন।
অবশ্য তার স্ত্রী পরবর্তি সময়ে নিজের চিন্তাধারা পরিবর্তন করেছেন। যখন তিনি দেখলেন যে তার স্বামি তার এই বড় গোফের জন্য বেশ পরিচিতি পেয়েছেন আর নাম ডাকও হয়েছে তখন থেকে তিনি এ নিয়ে আর কোন ঝগড়া করেন না। বরং এখন তিনি বড়াই করেন। রাম সিং তার এই বড় গোফের জন্য যেমন নাম কামিয়েছেন তেমনে সিনেমাতেও অভিনয় করার সুযোগ পেয়েছেন। ১৯৮৩ সালে হলিউডের "Octopussy" নামে এক বড় বাজেটের সিনেমায় অভিনয় করার সুযোগ পান। এই সিনেমায় মূল চরিত্রে ছিলেন রজার মোর (Roger Moore)। হলিউড সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন তার এই বিশাল গোফ প্রদর্শনির জন্য।
এবার তাহলে পৃথিবীর সব থেকে বড় গোফওয়ালা ব্যাক্তি রাম সিং চৌহানকে নিয়ে বানানো ছোট একটি ভিডিও প্রতিবেদন দেখে নেওয়া যাক,
অবশ্য তার স্ত্রী পরবর্তি সময়ে নিজের চিন্তাধারা পরিবর্তন করেছেন। যখন তিনি দেখলেন যে তার স্বামি তার এই বড় গোফের জন্য বেশ পরিচিতি পেয়েছেন আর নাম ডাকও হয়েছে তখন থেকে তিনি এ নিয়ে আর কোন ঝগড়া করেন না। বরং এখন তিনি বড়াই করেন। রাম সিং তার এই বড় গোফের জন্য যেমন নাম কামিয়েছেন তেমনে সিনেমাতেও অভিনয় করার সুযোগ পেয়েছেন। ১৯৮৩ সালে হলিউডের "Octopussy" নামে এক বড় বাজেটের সিনেমায় অভিনয় করার সুযোগ পান। এই সিনেমায় মূল চরিত্রে ছিলেন রজার মোর (Roger Moore)। হলিউড সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন তার এই বিশাল গোফ প্রদর্শনির জন্য।
এবার তাহলে পৃথিবীর সব থেকে বড় গোফওয়ালা ব্যাক্তি রাম সিং চৌহানকে নিয়ে বানানো ছোট একটি ভিডিও প্রতিবেদন দেখে নেওয়া যাক,
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন