বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যাবহার করে বন্ধুদের সাথে যোগাযোগ করার সব থেকে জনপ্রিয় মাধ্যম গুলির একটি Viber। এই Viber যারা ব্যাবহার করেন তারা দেখেছেন যে Viber এ Chat করার সময় বিভিন্ন ধরনের ষ্টিকার পাঠান যায়, যার মধ্যে কিছু ষ্টিকার ফ্রি আর বেশির ভাগই অর্থের বিনিময়ে কিনতে হয়। আজ আপনাদের বলব কিভাবে Viber এর সব ষ্টিকারই একদম ফ্রি ব্যাবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
Viber এর ষ্টিকার গুলি ফ্রি ব্যাবহার করতে গেলে আপনার যে এপ্লিকেশনটি লাগবে সেটি ব্যাবহার করার জন্য অবশ্যই আপনার এন্ড্রয়েড ফোনটি রুট করা থাকা লাগবে। যদি না করা থাকে তাহলে খুব সহজেই রুট করে নিতে পারবেন। রুট করার পদ্ধতি জানতে 'সহজ উপায়ে এন্ড্রয়েড রুট করুন' লেখাটি পড়ুন। এবার যে এপ্লিকেশনটি লাগবে সেটি 'লাকি প্যাচার', লাকি প্যাচার ডাউনলোড করে ইনষ্টল করুন, করে এপ্লিকেশনটি চালু করুন। এরপর 'Toggles' এ ক্লিক করলে নিচের ছবির মত কতগুলি Option আসবে এবং সেখানে নিচের ছবিতে চিহ্নিত করে দেওয়া তিনটি Option চালু করুন।
Viber এর ষ্টিকার গুলি ফ্রি ব্যাবহার করতে গেলে আপনার যে এপ্লিকেশনটি লাগবে সেটি ব্যাবহার করার জন্য অবশ্যই আপনার এন্ড্রয়েড ফোনটি রুট করা থাকা লাগবে। যদি না করা থাকে তাহলে খুব সহজেই রুট করে নিতে পারবেন। রুট করার পদ্ধতি জানতে 'সহজ উপায়ে এন্ড্রয়েড রুট করুন' লেখাটি পড়ুন। এবার যে এপ্লিকেশনটি লাগবে সেটি 'লাকি প্যাচার', লাকি প্যাচার ডাউনলোড করে ইনষ্টল করুন, করে এপ্লিকেশনটি চালু করুন। এরপর 'Toggles' এ ক্লিক করলে নিচের ছবির মত কতগুলি Option আসবে এবং সেখানে নিচের ছবিতে চিহ্নিত করে দেওয়া তিনটি Option চালু করুন।
এরপর Viber চালু করে 'Sticker Market' এ যেয়ে যে কোন ষ্টিকার প্যাকেজ নির্বাচিত করুন এবং ক্রয় করার জন্য ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথেই লাকি প্যাচারের একটি Option আসবে; সেখানে নিচের ছবিতে চিহ্নিত করে দেওয়া Option এ ক্লিক করুন এবং Yes এ ক্লিক করুন।
এরপরেই নিচের ছবির মত একটি ম্যাসেজ আসবে সেখানেও 'Ok' তে ক্লিক করুন।
এরপর ডান দিকে উপরের দিকে অবস্থিত 'Settings' এর icon এ ক্লিক করুন।
'Get Purchased Stickers' এ ক্লিক করুন নিচের ছবিটির মত।
ব্যাস হয়ে গেল ডাউনলোড হওয়া শুরু করবে আপনার ষ্টিকার। এই ভাবে Viber এর সব ষ্টিকারই ডাউনলোড করতে পারবেন আপনি।
লেখকঃ জানা অজানার পথিক।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন