আকাশ থেকে পড়া বিচিত্র সব জিনিস ।। Weirdest Things Falling From Sky


আকাশ থেকে কি পড়ে? বৃষ্টি ,শিলা কিংবা তুষার। তাই বলে মাংস, জেলি, ব্যাঙ্গের মত বিচিত্র সব জিনিস! আসুন খুঁজে দেখি।

আকাশ থেকে পড়ল মাংসঃ


ঘটনাটা ১৮৭৬ সালের। অলিম্পিয়ানের কেন্টাকি। সেখানেই ঘটল মাংস বৃষ্টির আজব এই ঘটনা। বলা নেই কওয়া নাই পরিষ্কার আকাশ থেকে পড়ল তিন ইঞ্চি মাংসের টুকরোগুলো! আর মাংসগুলোর স্বাদ নাকি ছিল হরিণ বা মহিষের মাংসের মত! বৃটেনের মাক্রোস্কপিকাল রয়েল সোসাইটি ধারনা করে যে, হয়তবা কিছু বাজপাখি কোনো মৃত প্রানীর মাংস খায় এবং তারা তা ঐ শহরের উপর উগরে দেয়।

এলিয়েনের কনাঃ

লাল বৃষ্টির নমুনা (৫০০ গুন বিবর্ধিত)
২০০১ সালের ভারতের কেরালা রাজ্যে ঘটে রহস্যময় লাল বৃষ্টি যাতে ছিল অসংখ্য লাল কণা। কণাগুলো ছিল খুব ক্ষুদ্র কোষ আকৃতির। এই কণাগুলোর জন্যই বৃষ্টির পানির রঙ লাল হয়েছিল। আর পরীক্ষা করে তার ডিএনএ র কোনো হদিস পাওয়া গেলনা যদিও তখনো কণাগুলোর সংখ্যা তখনো বৃদ্ধি ঘটছিল! আর তাই এই আশ্চার্য কণাগুলের নাম দেয়া হয়েছিল ‘এলিয়েনের কণা’।

স্কুইডঃ
স্কুইড একটি সামুদ্রিক প্রাণী আমরা জানি। আর এই স্কুইড কিনা পড়ল আকাশ থেকে! জুন, ১৯৯৭। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের তীরে মাছ ধরছিলেন এক ব্যাক্তি। আর তখন তার মাথার উপর পড়ল জমাট বাধা একটা স্কুইড। এজন্য তাকে দুই দিন অজ্ঞান থাকতে হয়েছিল। এই স্কুইডটি কোথা থেকে আসল কেউ জানেনা।

জেলিঃ


২০০৮ সালে স্কটল্যান্ড। বিস্তীর্ন তৃণভুমিতে পাওয়া গেল জেলি সদৃশ বস্তু। আর বিবিসি’র বদৌলতে তার ছবি ছড়িয়ে গেল সারা দেশে। তাছাড়া অন্যান্য অঞ্চলের লোকজনও প্রত্যক্ষ করলেন আজব এই বস্তু! অনেকে মতামত দিলেন যে হয়তবা পাখি কোনো ব্যাঙ্গ খায় এবং ঐগুলোর বিষাক্ত পাকস্থলির দ্রব্য উগরে দেয়।

ব্যাং বর্ষণঃ


২০০৯ সালে জাপানের ইশিকাওয়াতে হল ব্যাঙ্গাচির এই বৃষ্টি। বিজ্ঞানিরা সমাধান দিলেন যে, শক্তিশালি মৌসুম জলস্তম্ভ পানির সাথে সাথে টেনে নিয়েছিল এই ব্যাঙ্গাচির মত বস্তুগুলোকে।

আসুন। আমরা এইবার অপেক্ষা করি কবে ‘টাকার বৃষ্টি’ হয় !

ভাল থাকবেন সবাই। সবাইকে সালাম ও শুভেচ্ছা।

লেখকঃ ধ্রুব নীল।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info