আকাশ থেকে কি পড়ে? বৃষ্টি ,শিলা কিংবা তুষার। তাই বলে মাংস, জেলি, ব্যাঙ্গের মত বিচিত্র সব জিনিস! আসুন খুঁজে দেখি।
আকাশ থেকে পড়ল মাংসঃ
আকাশ থেকে পড়ল মাংসঃ
ঘটনাটা ১৮৭৬ সালের। অলিম্পিয়ানের কেন্টাকি। সেখানেই ঘটল মাংস বৃষ্টির আজব এই ঘটনা। বলা নেই কওয়া নাই পরিষ্কার আকাশ থেকে পড়ল তিন ইঞ্চি মাংসের টুকরোগুলো! আর মাংসগুলোর স্বাদ নাকি ছিল হরিণ বা মহিষের মাংসের মত! বৃটেনের মাক্রোস্কপিকাল রয়েল সোসাইটি ধারনা করে যে, হয়তবা কিছু বাজপাখি কোনো মৃত প্রানীর মাংস খায় এবং তারা তা ঐ শহরের উপর উগরে দেয়।
এলিয়েনের কনাঃ
এলিয়েনের কনাঃ
![]() |
লাল বৃষ্টির নমুনা (৫০০ গুন বিবর্ধিত) |
২০০১ সালের ভারতের কেরালা রাজ্যে ঘটে রহস্যময় লাল বৃষ্টি যাতে ছিল অসংখ্য লাল কণা। কণাগুলো ছিল খুব ক্ষুদ্র কোষ আকৃতির। এই কণাগুলোর জন্যই বৃষ্টির পানির রঙ লাল হয়েছিল। আর পরীক্ষা করে তার ডিএনএ র কোনো হদিস পাওয়া গেলনা যদিও তখনো কণাগুলোর সংখ্যা তখনো বৃদ্ধি ঘটছিল! আর তাই এই আশ্চার্য কণাগুলের নাম দেয়া হয়েছিল ‘এলিয়েনের কণা’।
স্কুইডঃ
স্কুইড একটি সামুদ্রিক প্রাণী আমরা জানি। আর এই স্কুইড কিনা পড়ল আকাশ থেকে! জুন, ১৯৯৭। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের তীরে মাছ ধরছিলেন এক ব্যাক্তি। আর তখন তার মাথার উপর পড়ল জমাট বাধা একটা স্কুইড। এজন্য তাকে দুই দিন অজ্ঞান থাকতে হয়েছিল। এই স্কুইডটি কোথা থেকে আসল কেউ জানেনা।
জেলিঃ
স্কুইডঃ
স্কুইড একটি সামুদ্রিক প্রাণী আমরা জানি। আর এই স্কুইড কিনা পড়ল আকাশ থেকে! জুন, ১৯৯৭। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের তীরে মাছ ধরছিলেন এক ব্যাক্তি। আর তখন তার মাথার উপর পড়ল জমাট বাধা একটা স্কুইড। এজন্য তাকে দুই দিন অজ্ঞান থাকতে হয়েছিল। এই স্কুইডটি কোথা থেকে আসল কেউ জানেনা।
জেলিঃ
২০০৮ সালে স্কটল্যান্ড। বিস্তীর্ন তৃণভুমিতে পাওয়া গেল জেলি সদৃশ বস্তু। আর বিবিসি’র বদৌলতে তার ছবি ছড়িয়ে গেল সারা দেশে। তাছাড়া অন্যান্য অঞ্চলের লোকজনও প্রত্যক্ষ করলেন আজব এই বস্তু! অনেকে মতামত দিলেন যে হয়তবা পাখি কোনো ব্যাঙ্গ খায় এবং ঐগুলোর বিষাক্ত পাকস্থলির দ্রব্য উগরে দেয়।
ব্যাং বর্ষণঃ
ব্যাং বর্ষণঃ
২০০৯ সালে জাপানের ইশিকাওয়াতে হল ব্যাঙ্গাচির এই বৃষ্টি। বিজ্ঞানিরা সমাধান দিলেন যে, শক্তিশালি মৌসুম জলস্তম্ভ পানির সাথে সাথে টেনে নিয়েছিল এই ব্যাঙ্গাচির মত বস্তুগুলোকে।
আসুন। আমরা এইবার অপেক্ষা করি কবে ‘টাকার বৃষ্টি’ হয় !
ভাল থাকবেন সবাই। সবাইকে সালাম ও শুভেচ্ছা।
লেখকঃ ধ্রুব নীল।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
আসুন। আমরা এইবার অপেক্ষা করি কবে ‘টাকার বৃষ্টি’ হয় !
ভাল থাকবেন সবাই। সবাইকে সালাম ও শুভেচ্ছা।
লেখকঃ ধ্রুব নীল।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন