অদ্ভুদ আকৃতির দ্বীপ ।। Strange Shaped Islands


Tristan de Cunha (UK): most remote inhabited archipelago on Earth:
পৃথিবীর সবচেয়ে দূরবর্তী দ্বীপটির নাম Tristan da Cunha। যেটি নিকটতম মহাদেশ থেকে ২৮১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এটি দক্ষিণ আফ্রিকা থেকে ২৮১৬ কিলোমিটার এবং দক্ষিণ আমেরিকা থেকে ৩৩৬০ কিলোমিটার আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এর আয়তন মাত্র ৯৮ বর্গকিলোমিটার। ২০০৯ সালে যার জনসংখ্যা ছিল মাত্র ২৭৫ জন। বৃটিশ শাসনাধীন এই দ্বীপটি প্রথম আবিস্কার করেছিলেন পর্তুগীজ নাবিক Tristão da Cunha ১৫০৬ সালে। তিনি তাঁর নামে এই দ্বীপের নাম দিয়েছিলেন Ilha de Tristão da Cunha। পরে এই দ্বীপের নাম হয় Tristan da Cunha Island।

hybridknowledge.info hybridknowledge.info


Dolphin Shaped Island, Flolres island, Indonesia:
পৃথিবীতে অনেক সুন্দর অঞ্চল রয়েছে , যে গুলিকে উপভোগ করতে হয় তার উপর দাঁড়িয়ে। আবার কিছু রয়েছে যেগুলির সৌন্দর্য উপভোগ করতে হয় আকাশ থেক। সেই রকম একটি দ্বীপ ইন্দোনেশিয়ার Flores Island এর উত্তরে অবস্থিত এই প্রবাল দ্বীপটি। ডলফিনের আকৃতি নিয়ে এই দ্বীপটি ছড়িয়ে আছে প্রশান্ত মহাসাগরের বুকে। আকাশ থেকে দেখলে মনে হয় সাগরের বুকে সাঁতার কাটছে একটি দৈত্যাকৃতির ডলফিন।


Aogashima is a volcanic Japanese island:
ফিলিপাইন সাগরে অবস্থিত জাপানের রাজধানী টোকিও থেকে ৩৫৮ কিলোমিটার দক্ষিণে Izu দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপটির নাম Aogashima। দ্বীপটি আগ্নেয়গিরির জ্বালামুখের উপর অবস্থিত। ২০০৯ সালে এই দ্বীপে প্রতিষ্ঠা করা হয় Fuji-Hakone-Izu National Park। Aogashima দৈর্ঘ্যে ৩.৫ কিলোমিটার এবং প্রস্থে সর্বোচ্চ ২.৫ কিলোমিটার। এই আগ্নেয়গরিটিতে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিলো ১৭৮১ সাল থেকে ১৭৮৫ সালে।


Monuriki, Fiji:
ওশেনিয়া অঞ্চলের দেশ ফিজির বিখ্যাত দ্বীপপুঞ্জ Mamanuca Islands। আগ্নেয়গিরির উদ্গ্রীত লাভার কারণে সৃষ্ট এই দ্বীপপুঞ্জের দ্বীপের সংখ্যা ২০ টি। যার মধ্যে ৭টিই প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে ভেসে যায়। স্ফটিক স্বচ্ছপানি , পামগাছে ঘেরা বালুকাময় সৈকত এবং প্রবালে ভরা এই সবদ্বীপ ছুটি কাটানোর জন্য জায়গা। Mamanuca Islands এর সবচেয়ে সুন্দর দ্বীপটির নাম Monuriki। এখানে চিত্রায়িত হয় অনেক হলিউড মুভি।


Lady Musgrave Island, North Eastern Coast of Australia:
প্রায় ১৪ হেক্টর আয়তন সম্পন্ন Lady Musgrave Island অস্ট্রেলিয়ার Great Barrier Reef এর অন্তর্গত ২য় বৃহত্তম দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপটির নাম Lady Elliot Island। Lady Musgrave Island এর চারিদিকে প্রবালের আয়তন প্রায় ১১৯২ হেক্টর। Queensland এর গভর্নর Sir Anthony Musgrave এর স্ত্রীর নামানুসারে এই দ্বীপটির নাম রাখা হয়েছে। প্রতিদিন এই প্রবাল দ্বীপে পর্যটক বেড়াতে আসেন প্রায় ১০০০০ জন। ১৮০৩ সালে তিমি শিকারে যাওয়া Albion জাহাজের ক্যাপ্টেন Eber Bunker প্রথম এই দ্বীপের সন্ধান পান । তৎকালীন বৃটিশ নৌবাহিনীর কর্মকর্তা Lieutenant Phillip Parker King কর্তৃক এই দ্বীপটি ১৮১৯ সালে দ্বীপ তালিকা Mermaid এবং ১৮২১ সালে Bathurst-এ অন্তর্ভুক্ত করা হয়।


Raja Ampat Islands, Indonesia:
ইন্দোনেশিয়ার West Papua প্রদেশের Bird's Head Peninsula থেকে উত্তরপশ্চিমে অবস্থিত দ্বীপপুঞ্জটির নাম New Guinea।New Guinea এর পূর্বের নাম ছিল Irian Jaya। এখানে রয়েছে প্রায় ১৫০০ টি ক্ষুদ্রাকৃতির দ্বীপ। যাদের একত্রে বলা হয় Raja Ampat Regency। এর মধ্যে প্রধান চারটি দ্বীপ Misool, Salawati, Batanta, এবং Waigeo-কে বলা হয় Raja Ampat Islands বা the Four Kings। দ্বীপ ও সাগর মিলিয়ে Raja Ampat Regency-র আয়তন প্রায় ৪০,০০০ বর্গকিলোমিটার। কিংবদন্তী অনুযায়ী এই অঞ্চলের এক মহিলা সাতটি ডিম খুঁজে পেয়েছিল এর মধ্যে ৪টি ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর এরা দোর্দণ্ড প্রতাপে এই অঞ্চলের চারটি দ্বীপ দখল করে নেয় , এই চারটি দ্বীপ Raja Ampat Islands নামে পরিচিত। বাকি তিনটি ডিম ফুটে জন্ম নিয়েছিল একটি ভূত, একটি মহিলা এবং একটি পাথর।

লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।