সকালে মোটামুটি আমাদের সকলের নাস্তার টেবিলে থাকে ডিম। আমরা কেউ এই ডিমের খোলস নিয়ে চিন্তা না করলেও কিছু মানুষ চিন্তা করেছে। আর তাদের গুলে এই সাধারন ডিমের খোলসকে করেছে অসাধারন শিল্পের বস্তু। এ নিয়ে আমাদের এবারের আয়োজন।
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন