অদ্ভুত কিছু বিশ্ব রেকর্ড (৩য় খন্ড) ।। Strange World Record (Part: 03)

পূর্বের পর্বঃ অদ্ভুত কিছু বিশ্ব রেকর্ড (২য় খন্ড)

বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।


ইংল্যান্ডের 'গ্যারি টার্নার', এনার বিশ্ব রেকর্ডটি একটু ভিন্ন। ইনি পেটের চামড়া টেনে ১৫.৮ সেঃমিঃ পর্যন্ত লম্বা করে বিশ্ব রেকর্ডটি গড়েন।


জয়েল ওয়াউল, ইনি ৩০০০০০০ টি ভিন্ন রঙের রাবার ব্যান্ড ব্যাবহার করে একটি বিশাল আকারের বল বানিয়েছেন। যেটা বিশ্বের সব থেকে বড় রাবার বল হিসেবে রেকর্ড গড়েছে।


এটি বিশ্বের সব থেকে বড় শামুক। এর নাম 'Achatina achatina', এর প্রাপ্তি স্থান হল আফ্রিকা। এটি লম্বায় ৩৯.৩ সেঃমিঃ আর এর ওজন ৯০০ গ্রাম।


ইনি হলেন ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারি। কি অবাক হচ্ছেন? আসলে ইনি ৪ হাত পায়ে দৌড়ে এ রেকর্ড গড়েছেন। ১০০ মিটার দৌড়াতে সময় নিয়েছেন ১৮.৫৮ সেকেন্ড। আর এটি গড়েছেন 'কেইঞ্চি' ষ্ট্যাডিয়ামে যা জাপানে অবস্থিত।


দেখে বুঝে গেছেন এই রেকর্ডটি টার দাড়ি নিয়ে। 'সাড়ওয়ান সিং' এর দাড়ি ৭.৭ ফুট নম্বা।


এই লোকটি ১ মিনিটে ৮০টি ডিম টার কপালে ভেংগে বিশ্ব রেকর্ড গড়েন।


'The Space Cowboy' (আসল নামঃ Chayne Hultgren) ইনি বিশ্ব রেকর্ডটি গড়েন একটি ট্রাই সাইকেলে মোট ৪০০ কেজি ওজনের লোক নিয়ে তা সর্বোচ্চ দূড়ত্ব টেনে এই রেকর্ড গলেছেন। ভাবছেন এতে অদ্ভুত ব্যাপারটা কি? আসলে উনি দড়িটি হাত দিয়ে না টেনে একটি আংটা ব্যাবহার করেছেন যা তার অক্ষি গোলকের মধ্যে লাগানো ছিল।


এই বিশ্ব রেকর্ডটি গড়েছেন কানাডার রেভ কেভিন ফাষ্ট। ইনি ৫৭২৪৩ কেজি ওজনের একটি ফায়ার সার্ভিস গাড়িকে টেনে  ১০০ ফুট দূরত্ব অতিক্রম করেন।


তুর্কিস এই লোকটি টার চোখ দিয়ে দুধ নিক্ষেপ করতে পারেন। আর তিনি সর্বোচ্চ ৯.২ ফুট দূরত্ব নিক্ষেপ করে এই রেকর্ডটি গড়েছেন।


এটি বিশ্বের সব থেকে বড় আপেল। এর ওজন ১.৮ কেজি।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info