পূর্বের পর্বঃ অদ্ভুত কিছু বিশ্ব রেকর্ড (১ম খন্ড)
বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
বিশ্ব রেকর্ড নামটার সাথে মোটামটি সবাই পরিচিত। অনেকেই অনেক রকমের বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু আজ আপনাদের সামানে তুলে ধরব কিছু অদ্ভুদ ধরনের বিশ্ব রেকর্ড। যা আপনাদের হতবাগ বা অবাক যেটাই বলেন না কেন করে দিবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।
এই বিশ্ব রেকর্ডটি গরেছেন ল্যাটভিয়ার জনগন। একসাথে ১৯১১টি কোকের বোতল খুলে এই রেকর্ড গড়েছেন তারা।
"Lego" নামটির সাথে যারা পরিচিত তারা বুঝে গেছেন আমি কিসের কথা বলছি, আর যারা বুঝেন নাই তাদের জন্য বলছি এটি ছোটদের জন্য প্রাষ্টিকে ব্রিক বানায় যা একটার সাথে আরেকটি জোড়া দিয়ে অতি সহজে নানা ধরনের কাল্পনিক বা বাস্তবিক জিনিষ বানানো যায়। আর এদিয়ে ৩৫,৩১০ টি "Star Wars" সিনামার ক্লোন সৌনিক বানিয়ে বিশ্ব রেকর্ডটি রয়েছে বর্তমানে UK এর হাতে।
এই লোকটি ১০৯৪টি ভিন্ন জাতের বা ডিজাইনের ঘড়ি সংগ্রহে রেখে বিশ্ব রেকর্ড গড়েছেন।
চকের গুড়া দিয়ে ৯০,০০০ স্কয়ার ফিট ছবি একেছে ৫,৬৭৮ জন স্কুল পড়ুয়া বাচ্চারা। এটি করেছেন আমেরিকার ক্যালিফনিয়ার একটি স্কুল।
এটি বিশ্বের সব থেকে বর স্কিড বোর্ড। এটি ১,৭৫১ ফুট ১১ ইঞ্চি লম্বা এবং এতে চড়েছেন ১,০৪৩ জন। এটি সুইডিনের Danske Bank on Drottninggatan ব্যাংকের উদ্দোগে আয়োজিত করা হয়।
বিশ্বের সব থেকে দ্রুত গতির চাকায়ালা স্কেড বোর্ড চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন দ্যা সিল্ভা নামে এক ব্রাজিলিয়ান। তিনি ১১৩ কিঃমিঃ প্রতি ঘন্টায় চালাতে সক্ষম হন।
এটি সম্পর্কে কিছু না বললেও চলে। এটি হল বিশ্বের সব থেকে ছোট ট্যাংক।
১,২৫৩ জন ব্যাক্তি Smurf সেজে ক্যাসেলবেরি শহরে এই রেকর্ডটি গড়েন। আর এই শহড়টি আয়ারল্যান্ডে অবস্থিত।
কুকুরের সর্বাধিক লম্বা কান নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে একটি কুকুর। যার ডান কান ৩৪.৯ সেমি লম্বা এবং বাম কান ৩৪.২ সেমি লম্বা। এই কুকুরটি বাস বর্তমানে আমেরিকায়।
আর এটি হল বিশ্বের সব থেকে বড় পিক আপ ট্রাক।
লেখকঃ জানা অজানার পথিক।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন