পৃথিবীর সবচেয়ে বড় কিছু জিনিস

নেটে ঘুরতে ঘুরতে নানান সময় নানান ধরনের মজার ছবি চোখে পড়ে। এর কোন কোনটি হয়তো সুন্দর, রহস্যময় বা উদ্ভট। কখনো ইচ্ছে করে সবার সাথে তা শেয়ার করি। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি পৃথিবীর সবচেয়ে বড় কিছু জিনিসের ছবি।


সুইমিংপুলঃ
প্রথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুল 'Alberta', এটি কানাডায় অবস্থিত। ৫ একর জায়গা দখল করে আছে এটি।


সেতুঃ
'Donghai Bridge' পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু (Cross Sea Bridge), ৩২.৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনে অবস্থিত।


মসজিদঃ
এশিয়ার সবচেয়ে বড় মসজিদটির নাম হচ্ছে Shah Faisal মসজিদ। পাকিস্থানের ইসলামাবাদে এটি অবস্থিত। এর ভিতরে অংশে ৩৫,০০০ জন ও বাইরের অংশে ১,৫০,০০০ জন মুসুল্লি এক সাথে নামাজ দাঁড়াতে পারেন।


সপিং মলঃ
'Gross Leasable' হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সপিং মল, যা ৭.১ মিলিয়ন স্কয়ার ফিট জায়গা জুড়ে এর বিস্তৃতি।


স্টেডিয়ামঃ
পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়ামটি হচ্ছে 'New Wembley Stadium', ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেলে দেখতে পাবেন একে। ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামের ধারন ক্ষমতা ৯০,০০০ জন দর্শক।


হোটেলঃ
বিশ্বের একমাত্র ৭ তারা হোটেলটি হচ্ছে দুবাইয়ের 'Burj Al Arab Hotel', পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেল এটি।


ফ্লাই ওভারঃ
পৃথিবীর সবচেয়ে প্যাচানো ফ্লাই অভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টারচেঞ্জ করেছে এই প্যাচানো ফ্লাই অভারের মাধ্যমে।


এ্যাক্সেভেটরঃ
দুনিয়ার সবচেয়ে বড় দানব আকৃতির এ্যাক্সেভেটরটি (Excavator)। তৈরি করেছে 'KRUPP' নামের জার্মানির প্রতিষ্ঠান। এটির ওজন ৪৫,৫০০ টন, উচ্চতা ৯৫ মিটার আর লম্বায় মাত্র ২১৫ মিটার।


মূর্তিঃ
সর্বোচ্চ স্টেচু বা মূর্তি হচ্ছে 'Christ The Redeemer Statue', এটি ব্রাজীলে আবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি।


অফিস কম্পেক্সঃ
আমেরিকার 'Chicago Merchandise Mart' হচ্ছে পৃথিবির সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স।


হোটেলঃ
পৃথিবীর সবচেয়ে বড় হোটেল আমেরিকার 'লাস ভেগাস' এর 'MGM Grand Hotel', হোটেলটিতে ৬,২৭৬ টি রুম রয়েছে।

লেখকঃ মরুভুমির জলদস্যু।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

৬টি মন্তব্য:

  1. মো: সহিদুল আলম রুপন১ নভেম্বর, ২০১৫ এ ১১:৪৫ PM

    এ ভাবে জানতে পারার জন্য ধন্যবাদ। আশা করি প্রতিদিন আরও জনতে পারবো।

    উত্তরমুছুন
  2. আমাদের বাংলাদেশ কোন কিছু কি তালিকায় নেই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন জিনিষ না থাকলেও জায়গা আছে, যেমনঃ কক্সবাজার ও সুন্দরবন :D

      মুছুন
  3. আপনাকে অনেক অনেক ধন্যবাদ|
    এসব তথ্য দেয়ার জন্য|
    আশা করি আরো অনেক তথ্য দিবেন||

    উত্তরমুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info