আমাকে ঘুষ দিতে চায় অশ্লীল পেজ এডমিন 'ধ্রুব'


আশা করি আপনারা সকলে ভাল আছেন। আপনারা সকলে পূর্বেও দেখেছেন আমরা ফেসবুকের অশ্লীলতার বিরদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আর এজন্য আমরা একে একে এসকল এডমিন্দের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি ধারাবাহিক ভাবে।

আপনারা যারা নিয়মিত আমার লেখা গুলি পরেন তারা সকলে "ধ্রুব দাশ জ্যোতিকে" মোটামটি চিনে গেছেন। আমি আগেও বলেছি আমার পরবর্তি লেখা এর উপর হবে। আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে এর ভদ্রতার মুখোশ শষা ছেলার মত ছিলে এর আসল চেহারা সকলের মাঝে উপস্থাপন করি। আমি এর আসল চেহারা সকলের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ।

ধ্রুব দাশ জ্যোতি
আমি আমার আগের লেখা "ফেসবুকে অশ্লীলতা বিস্তারকারী কিছু পেজ (৪র্থ খন্ড)" মাধ্যমে এর কাছে একটি সতর্কতা পাঠিয়েছিলাম। এই বলে, যে এখনও সে ছোট আমি চাই না একে সকলের সামনে উন্মুক্ত করতে। কিন্তু আমার মনে হয় সে ভেবেছে ঘুষ দিয়ে আমাকে কিনবে। আমি ঘুষ দেওয়ার কথা বলছি ভেবে কি অবাক হচ্ছেন?? হওয়ারই কথা। আমি এখন একে একে আমার কথা গুলি অর্থাৎ আমাকে ঘুষ দেওয়ার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব।

প্রথমে আসি ধ্রুব এর এক ফেসবুক বন্ধুর এর কথায়। আমি বন্ধু বললাম কেন?? আমি একে চামচা বলে আসলে অপমান করতে চাই না। কেননা তার কথা বার্তায় কোন ভাবেই মনে হয় নাই সে ধ্রুবর কোন চামচা। কিন্তু এক চামচার কথা আজ বলব যে আমাকে ধ্রুবর হয়ে ঘুষ দিতে চেয়েছিল। বলছি তার আগে আমি একটি স্ক্রিন শট দেই,

আমার সাথে ধ্রুব এর এক ফেসবুক বন্ধুর আলোচনা
এখানে আপনারা স্পষ্ট ভাবে দেখতে পাবেন আমাকে ধ্রুবর সেই ফেসবুক বন্ধুটি বলছে, ধ্রুব সব ১৮+ পেজ বন্ধ করে দিবে এবং তার যে ভাল দুটি পেজ "Obak Prithibi ~ অবাক পৃথিবী" আর "Donate Blood/রক্ত দিন, জীবন বাঁচান" এই দুটি পেজ নিয়ে থাকবে আর বাদবাকি ১৮+ পেজ গুলি সরিয়ে দিবে।

আমি কিন্তু একে স্বাগতম জানিয়েছি এবং তাকে বলে দিয়েছি আমার তার সাথে ব্যাক্তিগত কোন শত্রুতা নাই। আমি চাই ফেসবুকে অশ্লীল পেজ গুলি কমে যাক। আমার উদ্দেশ্য তাই। তার যদি সৎ বুদ্ধি উদয় হয় তার প্রতি আমার কোন বিদ্বেষ থাকবে না।

কি আপনারা কি ভাবছেন, ভাল হয়ে গেল ধ্রুব!! না মোটেও না। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি ধ্রুব এত সহজে ভাল হয়ে যাবে তা কি হয় বলুন?? তা হতেই পারে না। এবার আরেকটি স্ক্রিন শট দিচ্ছি তবে এখানে আমার বাদে কারো নাম লুকাব না। কেন জানেন?? কারন এটা ধ্রুবর এক চামচা। যে আমাকে ধ্রুবর হয়ে ঘূষ দিতে এসেছিল।

ধ্রুবর চামচা আমকে ঘুষ দিচ্ছে
এখানে দেখুন "হিমেল রোজারিও" এই চামচা আমাকে কিভাবে ধ্রুবর দেওয়া ঘুষ উপস্থাপন করছে।

এখানে সে বলেছে, "ধ্রুব আপনাকে ঐ সব ব্লগ থেকে তার নামে ঐ সব পোস্ট রিমুভ করতে বলছে! এর বিনিময়ে ১০০০ ফ্যান দিবে সে ..."

এখন আপনারাই বলুন এই চামচারে কি করা উচিৎ??

ওরে ওরে ধ্রুব শোন আমি কি তোর মত?? যে লাইকের আশায় আমি নিজের বিবেক বিক্রি করে দিব?? তুই হচ্ছিস এক বেজন্মা। (আজ গাল মন্দ না করে পারলাম না) তোর মত কি বাপ ছাড়া পৃথিবীতে এসেছি?? আমি তোর মত মা-বোনের ইজ্জত বেঁচে লাইক বিজনেস করি না। আর তোর ফেসবুক বন্ধুর কথায় আমি ভাবেছিলাম তোকে ক্ষমা করে দিব। কিন্তু মনে হয় সেটা আর হল না। আমার ঈমান তুই কি দিয়ে কিনবিরে?? পৃথিবীর এমন কোন কিছু তোর কাছে নাই যা আমার ঈমান কিনতে পারবি।

আমি এই মূহুর্ত থেকে তোকে নিয়ে লেখা শুরু করলাম। আমার লেখা শেষ হওয়ার আগে যদি তোর এই অশ্লীল পেজ গুলি বন্ধ না করিস তাহলে তোরে শষা ছেলার মত ছিলব। যাতে তুই কোন দিন সালাত খেতে গেলে আমার কথা একবার হলেও মনে করিস। আর শোন আমি পোষ্ট দেরি করতেছি কেন জানিস, আমার এক বড় ভাই আমাকে তোর সম্পর্কে সব তথ্য দিতে বলছে যাতে তোরে ক্লোজ করা যায়। আর এই ভাবিস না সে যে কেউ। আমি তাকে বলেছি, "ভাই একটু সময় দেন দেখি সৎ বুদ্ধি উদয় হয় কিনা, না হলে আমি সব কিছু আপনার হাতে দিয়ে দিব।"

আপনাদের সকলের কাছে আমার বিনিত নিবেদন এই থাকবে যে এই পোলারে যেখানে দেখিবেন নিজের পায়ের জুতা খুলে গালে কষে একটা বারি মারবেন। তাহলে যদি এই কত্তা গুলা আমাদের সমাজ ছাড়া হয়।

আর যে সকল অশ্লীল পেজ এডমিনরা এখনও এদের সাথে আছেন তাদের বলছি, এখনও সময় আছে। আপনারা এমন কেউ না যাকে ধরা সম্ভব না। আমি চাই আপনারা এদের বিরুদ্ধে অবস্থান নেন। আর নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে।

আমি এবার সরাসরি বলি, হয় আপনারা ভাল হবেন তা না হলে আমার সব তথ্য আমি আমার বড় ভাইয়ের হাতে তুলে দিব। এখন আপনারা সিদ্ধান্ত নেন।

আমার সাথে যোগাযোগের ঠিকানাঃ hybridknowledgeinfo@gmail.com

আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info