অশ্লীল পেজ এডমিন্দের এক চামচার পরিচয়


আশা করি আপনারা সকলে ভাল আছেন। আপনারা সকলে পূর্বেও দেখেছেন আমরা ফেসবুকের অশ্লীলতার বিরদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আর এজন্য আমরা একে একে এসকল এডমিন্দের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি ধারাবাহিক ভাবে।

Ashiqur Rahman Akas
আজ সেই ধারাবাহিকতায় আপনাদের পরিচয় করিয়ে দিব আরেক জনের সাথে। ইনি কিন্তু কোন বস্তির পোলা না। ইনি আমাদের সভ্য সমাজের একজন শিক্ষিত মানুষ। আপনাদের বিশ্বাস হবে না কিন্তু ইনি পড়াশুনা করেন "Stamford University Bangladesh" এ আর স্কুল জীবন পার করেছেন "Bangladesh Rifles School & College" এ। এবার চিন্তা করুন আমাদের শিক্ষিত সমাজের এক বলিষ্ট ব্যাক্তি।

দেখেন ছবিটা, কত নিরিহ একটা মানুষ বা আমাদের দেশের ভবিষ্যত। এনার নাম হল "Ashiqur Rahman Akash"। এনার ফেসবুক আইডিতে গেলে সব দেখে মনে হবে যেন ফেসবুকে অশ্লীলতা ছড়িয়ে দিতে বা তা প্রসারে এর কোন ভূমিকা থাকাতো দুরের কথা তা চিন্তা করাও দুঃস্বপ্নের মত। সত্যি তিনি যদি এরকম হতেন হয়ত ফেসবুক তথা আমাদের সমাজ পেত একজন যোগ্য নাগরিক আর একটা সুন্দর ভবিষ্যতের কান্ডিয়ার।

কিন্তু আমাদের ভাগ্য তথা বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের এত ভাল কপাল না। সে তার নাম লিখিয়েছে অশ্লীল এডমিন তথা যৌনপল্লীর এডমিন্দের চামচার খাতায়।

শুধু মাত্র নিজের তৈরি করা পেজ গুলিকে বড় করতে হাত মিলিয়েছেন যৌন পল্লীর এডমিন্দের সাথে। শুধু কিছু লাইক পাওয়ার জন্য নিজের পেজে তিনি যোগ দিল মন্দের সাথে। আর কথায় আছে না " ভালর সঙ্গে স্বর্গবাস আর অসথ সংগে সর্বনাশ।" ভেবেছিলেন মন্দের সাথে থেকে তারা ফেসবুকের বাঙ্গালীদের নিয়ন্ত্রন করবে। তা কি আর হয় বলুন?

নিজের নামে সে একটি পেজ পর্যন্ত খুলে ফেলেছেন। কেননা অনেক ছোট ফেসবুক পেজ এডমিন আছে যারা বড় হতে মন্দের সাথে হাত মিলায়। ওনার ফেসবুক পেজ, "Ashiqur Rahman Akash"। বোঝেন এবার কতটুকু নিজের প্রতি বিশ্বাস থাকলে মানুষ নিজের নামে পেজ করতে পারে? যদিও তার পেজ খুব বড় করতে পারে নাই, তারপরেও নিজে কিন্তু বস। (হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে)

আরেকটি শোলক মনে পরে গেল "চোরের দশ দিন আর গ্রেহস্থের একদিন।" আজ মনে হয় আমাদের দিন। তাই আমাদের কাছে চলে এল এনার কিছু কুকির্তি। আমি এনার কুকির্তি নিয়ে লিখতে যেয়ে হয়ত শেষ করতে পারব না তবে আজ কিছু সত্য আপনাদের জানাবো।


আপনারা এনার একটি ফেসবুক আইডি জানলেন আরেকটি আইডি হল "Ashiqur Rahman Akash" আপনি যদি প্রোফাইলটি ভাল মত দেখেন তাহলেও আপনার চোখে সহজে খারাপ কিছু পরবে না। কারন এখানে পরিবারের মধ্যে "Ahmed Ismail Ridoy" নামে এক ভাই আছেন।  পাশেই দেখেন ছোট করে একটা স্ক্রিন শট দিলাম। যার এরকম ভাই প্রোফাইলে আছে তার সামনে কি অশ্লীল পেজ লাইক দিয়া যায় বলেন? না দেওয়া যায় না। আর দেওয়া যায় না বিধায় এই প্রোফাইলটি পুর্বের প্রোফাইলের মত ৯৮% অশ্লীল পেজ লাইক মুক্ত। কি ভাবছেন ২% বাদ দিলাম কেন। আছে আছে, অনেক সতর্ক হওয়া সত্যেও একটু ভূল তো হ্যেই যায়। কি করবে বলুন বড় বড় অপরাধিরা পর্যন্ত সব ক্লু মুছতে পারে না, সে পারবে কেমনে?!


উপরে যে পেজ স্ক্রিন শট দেখছেন তা ঐ প্রোফাইল হতে নেওয়া। একটু কষ্টো করে খুজে দেখুন, পেয়ে যাবেন। এর পরেও যদি না পান তাহলে আনলাইক করে দিছে।

এবার আপনাদের এই চামচার সত্যি পরিচয় দিব। "Rony Mahmud" এই প্রোফাইলটিও তার। এটি দিয়ে সে তার আসল পরিচয় প্রোকাশ করে। এবার দেখেন একে একে একটি সেক্স পাগল মানুষকে কি ভাবে আপনাদের সামনে মেলে ধরি।


উপরের যে স্ক্রিন শট দেখছেন তা এই ব্যাক্তির ফ্রেন্ড লিষ্ট। সবাই মেয়ে। ছেলে বলতে গেলে কেউ আছে বলে হয় না।


উপরের যে স্ক্রিন শট দেখছেন তা তার চটি বই লাইক করার লিষ্ট, আমি স্ক্রিন শট নিতে নিতে হাপিয়ে উঠেছিলাম তাই আর দিলাম না। আপনারা তার প্রোফাইলে গেলে দেখতে পারেন।

আর তার কুকির্তি নিয়ে আমাদের ফেসবুক পেজ গুলাতে পোষ্ট করায় নিজের আত্তরক্ষার্থে যা বলছে তার স্ক্রিন শট দিলাম।


এখানে সে বলেছে,  bhai aii kam ta tumi thik korla na amer name ammne misa kotha boler tomer ki dorker chilo ha dhruvo turjo ra adult page chalai tai boila ami oder chamchami kori na bujcho attoi ami jodi oder chamchami kortam to ami aajo oder group thaktam ...ami adult page er against a protibad korai dhrubo turjo der group theke ban khaia ailam r ami sudhu oder sathe susomporkochilo khali oder valo valo non adult page gula dia exchange er jonno tai bole amer name amon baje mittha kotha chorai amer man somman nosto korte jaor ki dorker chilo bolo? ami ki adult page chalai naki naki kono din adult page promote dise konta je tumi na jania amne page page chorai dila nijer group a post dila group dhukte diba na valo kotha tai bole amon misa kotha bolla kano adult page der against a tumi jamon aso tamon amio aise oder sathe valo page gula dia exchange kortam bolei oder chamcha ami hoi a jai ni bujla

এখন আপনারাই বলেন আমার কি উত্তর হোয়া উচিৎ। আরে ভাই থাকতাম মানে অতিতে ছিল। আচ্ছা আপনাকে চামচা না বললেও আমি যৌনপল্লী এডমিন্দের  সহ যোদ্ধা বললাম। এখন খুশি নিশ্চই? তাহলেতো চামচামির তুলনায় আরো বড় অপরাধ। না থাক তাহলে আপনাকে চামচা ধরে লিখে যাই।

আমি অনেক আগে একবার বলেছিলাম সকল ফেসবুক পেজ এডমিন্দের উদ্দেশ্যে,

♘♘ আপনার পেজ ☞ দালালদের ভাল পেজ ☞ দালালদের অশ্লীল পেজ ♞♞

"অনেকটা দাবা খেলার ঘোড়ার চালের মত করে আপনার পেজের লাইকার দের দালালরা তাদের অশ্লীল পেজ গুলিতে নিয়ে যায়। আপনি হয়ত ভাল একটি পেজের সাথে আপনার প্রোমশন শেয়ার করলেন, কিন্তু কখনো চিন্তা করেছেন, যে পেজটির সাথে করেছেন সে দালালদের মধ্যে কেউ কিনা।"

এখন দেখুন আমার এক সহ ফেসবুক পেজ এডমিন এর বিরুদ্ধে কথা বলায় সে কি বলেছে। স্ক্রিন শট দিচ্ছি।


আমাকে আরো কিছু কথা পাঠিয়েছে আমি তা নিচে দিলাম। কেন পাঠিয়েছে জানেন। কারন আমি তাকে বলেছিলাম তোদের মত যৌন পল্লীর দালালদের চামচাদের এই সমাজ ছাড়া করে ছাড়ব "ইনশাল্লাহ"। যারা আমাদের সমাজের মেয়েদের ছবি নিয়ে নিজের ঘৃন মন-মানষিকতা চিরার্থ করে তাদের কোন ঠাই নাই আমাদের এই সমাজে। যা হোক কথা বাড়িয়ে লাভ নাই আমাকে পাঠানো তার বার্তা গুলি নিচে দিচ্ছি। আর একটি কথা আমাকে না পাঠিয়ে আমার এক সহ যদ্ধাকে পাঠিয়েছে যা সে আমাকে দেখিয়েছে মাত্র,

bhai dil a jodi ektu emnan thake to please bhai amer name mittha post ta bad din and ______ bhai k bolen amak jano add kore bhai dhruvo turjo ra adult page chalai tai boila ami oder chamchami kori na bhai attoi ami jodi oder chamchami kortam to ami aajo oder group thaktam ...ami adult page er against a protibad korai dhrubo turjo der group theke ban khaia ailam r apnara amer name mittha kotha chorailen ki ashcorjo.... bhai ami sudhu oder sathe susomporkochilo khali oder valo valo non adult page gula dia exchange er jonno tai bole amer name amon baje mittha kotha chorai amer man somman nosto korte jaor ki dorker chilo bolo? ami ki adult page chalai naki naki kono din adult page promote dise konta je tumi na jania amne page page chorai dila nijer group a post dila. group dhukte diba na valo kotha tai bole amon misa kotha bolla kano adult page der against a tumi jamon aso tamon amio aise oder sathe valo page gula dia exchange kortam bolei oder chamcha ami hoi a jai ni bujla.


bhai dil a jodi ektu to eman thake to bhai please r amer name misa kotha chorai en na khub kosto pakchi bhai apanara group a post a jaha dichen ta ek bakko shotto na bhai khoder kosom..


THANKS BHAI AND UNAK BOLEN JANO AMAK ADD KORE PLEASE
AII BHUL BUJA BUJI TER OBOSHAN HO R DORKER ASE BHAI NOILE UNI AMAK KHARAP E VABBE... PLEASE _____ BHAI K BOLEN AMAK JANO ADD KORE AMI PERSONALLY KOTHA BOLTE CHAI BROTHER PLEASE UNAK BOLEN AMAK JANO PERSONALLY ADD KORE

এখন সবাই বলবেন আসলেই সে নিজেকে বাঁচাতে চাচ্ছে, কেননা সে হয়ত (যা সম্ভব নয়) এরকম কিছু করে নাই। এবার শুনুন তাহলে আমার কথা, আমাকে একবার এক গ্রুপে ধরেছিল। কেন জানেন?? কারন আমি তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্লগে লেখা লেখি করতাম তাই। আমার মা বাবা কাউকে গালাগালি দিতে বাদ দেয় নাই। এখন সে আমার ছোট ভাই হতে চায়!!

সে জানে বর্তমানে ফেসবুক আর ব্লগ কতটা শক্তিশালী ভূমিকা পালন করে, এখানে সকলের কুকির্তি প্রকাশ পাবেই পাবে। তারটাও পাবে। শেষে কোন ভাবে না পেরে আমার ফেসবুকের প্রোফাইলে কমেন্ট করেছে। ওটা যেন কিভাবে সকলের জন্য উন্মুক্ত হয়ে আছে। একটা স্ক্রিন শট দিলাম।


এখন আপনারাই বলুন আমি এই ঘৃন ব্যাক্তিটির সাথে কি কথা বলতে পারি? আর মাপ চেয়ে লাভ কি? আমাকে যখন ভেবেছিলে দূর্বল তখন আমার মা বাবাকে গালাগালি দিয়েছিলে। যখন বুঝলে আমি কি তখন ভাই বানালে। কি আজব দুনিয়া! আরেকটি শোলক মনে পরে গেল, "মানুষ শক্তের ভক্ত, নরমের যম"। কে বলেছে জানিনা তবে একদম সঠিক কথা বলেছে।

আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info