আপনাদের সাথে ফেসবুকের অশ্লীল পেজ গ্রুপের ২ জন অন্যতম অশ্লীল পেজ এডমিনের সাথে পরিচয় করিয়ে দিব। তাদের আসল পরিচয় পাবার পর আপনারা এই ২ জনের মুখে থুথু ছিটাতে বাধ্য হবেন। কতটা অশ্লীল এবং প্রতারক এসব পেজের এডমিনরা এখন প্রমান দিব।
তাদের ২ জনের একজন হলেন মিস্টার 'Fahad Rocker' সে •|• সুন্দরী নারীদের মেলা •|• পেজের এডমিন এবং 'Rahul Das' এর 'ধনিয়া পাতা ১৮+' পেজের কো-এডমিন। এই ২ জন একসাথে মিলে অসংখ্য অশ্লীল পেজ ফেসবুক এ জন্ম দিয়েছে। এই ২ জনের জন্ম পরিচয় সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে। তার '•|• সুন্দরী নারীদের মেলা •|•' পেজটা দেখলে আপনিও তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ করবেন।
তাদের অশ্লীল গ্রুপের সকল পেজ এডমিনদের মুখোশ ফাঁস হয়ে যাওয়ায় সেও অন্য সকলের মত তার পেজ সেল করতে চায় এবং বিভিন্ন পেজ সেল গ্রুপ এ পেজ সেলের এড দেয় আর এতেই প্রমানিত হয় '•|• সুন্দরী নারীদের মেলা •|•' তার পেজ।
নিচের স্ন্যাপশট-টি দেখুনঃ
সে শুধু অশ্লীল পেজের এডমিন ই নয় সে একজন প্রতারক ফেসবুকের চাঁদাবাজ ও বলা যেতে পারে,আরেক এডমিন কে হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিতে চায় ।
"এই ফাহাদ রকার কে যেখানেই পাবেন গন ধোলাই দিয়ে পুলিশ এ দিবেন আর তার ফেসবুক আইডিতে সবাই রিপোর্ট করে তার ফেসবুক আইডি অফ করে দিন।"
আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।
লেখকঃ পিংপং।