ঘরের ভিতর সাজাবার জন্য অনেকেই আছেন যারা গাছ ব্যবহার করেন। এই গাছ গুলি যেমন ঘরের সৈন্দর্য বৃদ্ধি করে তেমনি তা ঘরের পরিবেশকেও সুন্দর করে তোলে। এই গাছ গুলি নিজেদের ফুল বা আকৃতির জন্য বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। বর্তমান সময়ে জাপানে একধরনের গাছ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, আর আজ আপনাদের সেই গাছের সাথেই পরিচয় করিয়ে দিব।
আপনাদের আজ যে গাছের সাথে পরিচয় করিয়ে দেব তার নাম "Senecio Peregrinus"। আর এই গাছেরই পাতা গুলি দেখতে ডলফিনের মত।
এই গাছের পাতা গুলি এমন আকৃতি ধারন করে যে দেখে মনে হয় যেন সমুদ্র থেকে ডলফিন গুলি লাফ দিয়ে পরছে। ছোট পাত্রের মধ্যে বেড়ে ওঠা এই ছোট গাছটি কিছু সময়ের জন্য হলেও আপনাকে অসাধারন এক দৃশ্যের অনুভূতি দিবে। এখন নিশ্চই বুঝতে পারছেন কেন জাপানে জনপ্রিয় হয়ে উঠেছে এই গাছ।
লেখকঃ জানা অজানার পথিক।
Osadharon
উত্তরমুছুনধন্যবাদ...
মুছুন