মানুষ সময় ভ্রমন করতে পারে কিনা? এই প্রশ্নের জবাব অনেক দিন ধরেই খুঁজে বেড়াচ্ছে বিজ্ঞানীরা। আর তাদের এই ধারনায় অনেকটা আগুনে ঘি ঢালার মত অনেক ঘটনাই ঘটেছে; যা আমি আগে '৫ জন সম্ভাব্য সময় ভ্রমণকারী' এবং 'টাইম ট্রাভেলের কয়েকটি অদ্ভুত কিন্তু 'সত্য' ঘটনা' লেখায় আলোচনা করা হয়েছে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন আরো একটি সময়, যা প্রমান করে মানুষ হয়ত সময় ভ্রমন করতে সক্ষম।
ঘটনাটি ঘটে ১৯৯৫ সালে বিশ্ব বিখ্যাত মুষ্টি যোদ্ধা মাইক টাইসনের খেলায়। এসময় দেখা যায় একজন ব্যাক্তি ২১ শতকে আবিষ্কৃত মোবাইল দিয়ে টাইসনের খেলার ভিডিও ধারন করছে। তৎকালীন সময়ে কিন্তু মোবাইল ফোনের এতটা উন্নতি সাধন হয় নি যে তাতে ক্যামেরা থাকবে। তবে অবিশ্বাসী অনেকেরই ধারনা কেউ তৎকালীন সময়ের ক্যামেরা দিয়েই ছবি ধারন করছে টাইসনের এই খেলা। ভিডিওটি দেখার পরে আপনার কি ধারনা হয়, সেই অপেক্ষায় রইলাম।


ঘটনাটি ঘটে ১৯৯৫ সালে বিশ্ব বিখ্যাত মুষ্টি যোদ্ধা মাইক টাইসনের খেলায়। এসময় দেখা যায় একজন ব্যাক্তি ২১ শতকে আবিষ্কৃত মোবাইল দিয়ে টাইসনের খেলার ভিডিও ধারন করছে। তৎকালীন সময়ে কিন্তু মোবাইল ফোনের এতটা উন্নতি সাধন হয় নি যে তাতে ক্যামেরা থাকবে। তবে অবিশ্বাসী অনেকেরই ধারনা কেউ তৎকালীন সময়ের ক্যামেরা দিয়েই ছবি ধারন করছে টাইসনের এই খেলা। ভিডিওটি দেখার পরে আপনার কি ধারনা হয়, সেই অপেক্ষায় রইলাম।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন