মেয়েদের হোষ্টেলে ভুত ।। Ghost In Girls Hostel


ভিডিওটি ধারন করা হয়েছে CCTV ক্যামেরা দিয়ে। এই ভৌতিক ঘটনা ঘটে ১৫ই অক্টোবর ২০১৪ তে একটি মেয়েদের হোষ্টেলে। নিরাপত্তার খাতিরে ব্যাবহৃত CCTV ক্যামেরাটি একটি ভৌতিক ঘটনা ধারন করে করে যেখানে দেখা যায় অশরীরী কোন কিছু একটি মেয়েকে পিছন থেকে ধাক্কা দেয়। চলুন এবার দেখে নেই CCTV কর্তৃক ধারনকৃত সেই ভিডিওটি।



Download

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

  1. ভাই আমি অনেক দিন থেকেই আপনার ব্লগটা পড়ি তার কারন আপনার লেখাগুলোর বিষয়বস্তু আমার কাছে ভালো লাগে। কিন্তু ভাই আপনার পোস্টের ছবিগুলো আমি দেখতে পারি না। এমন কি ছবির লিংকটি কপি করে অন্য ব্রাউজারেও ওপেন করতে চেষ্টা করেছি কিন্তু পারি নাই মনে হয় লিংক দেয়ার পরে ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। ছবি বিষয়বস্তুর বর্ননা বুঝতে সাহায্য করে তাই ছবি থাকাটা জরুরী। আশাকরি আপনি সমস্যার সমাধান করবেন। ............ ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার সমস্যার জন্য দুঃখিত... কিন্তু আমি গুগলের হোষ্টিং ব্যবহার করি... আর ভাই গুগলের থেকে ভাল হোষ্টিং সার্ভিস আর কে দেয় বলুন...?? আমি কিন্তু সব ছবি দেখতে পারি... তবে কয়েকটা ছবি ফ্লিকার হোষ্টিং ব্যবহার করছিলাম... যদিও এখন আর করি না... কিন্তু সেগুলিতো পোষ্টের ছবি হোষ্টিং এ ব্যবহার করি নাই... হয়ত আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুগলের কোন সার্ভিস ব্লক করে রাখছে... এই কারনে এই অসুবিধার সম্মুক্ষিন হচ্ছেন। কেননা আমি সম্পূর্নটাই বর্তমানে গুগলের ব্যবহার করি... শুধু মাত্র গুগল থেকে ডোমেইন কেনা সম্ভব নয় বাংলাদেশ থেকে তাই এটা অন্যজায়গা থেকে কেনা... এছাড়া সবটাই গুগলের... আর এর থেকে ভাল সার্ভিস আসলে আর কেউ দিতে পারে না বর্তমান বিশ্বে... তারপরেও আপনার সমস্যা হলে এর সমাধান খুঁজে বের করা আমার জন্য বেশ কঠিন... তারপরেও দেখব কি করতে পারি... ভাল থাকবেন... বিদায়।

      মুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info