ভিডিওটি ধারন করা হয়েছে CCTV ক্যামেরা দিয়ে। এই ভৌতিক ঘটনা ঘটে ১৫ই অক্টোবর ২০১৪ তে একটি মেয়েদের হোষ্টেলে। নিরাপত্তার খাতিরে ব্যাবহৃত CCTV ক্যামেরাটি একটি ভৌতিক ঘটনা ধারন করে করে যেখানে দেখা যায় অশরীরী কোন কিছু একটি মেয়েকে পিছন থেকে ধাক্কা দেয়। চলুন এবার দেখে নেই CCTV কর্তৃক ধারনকৃত সেই ভিডিওটি।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
ভাই আমি অনেক দিন থেকেই আপনার ব্লগটা পড়ি তার কারন আপনার লেখাগুলোর বিষয়বস্তু আমার কাছে ভালো লাগে। কিন্তু ভাই আপনার পোস্টের ছবিগুলো আমি দেখতে পারি না। এমন কি ছবির লিংকটি কপি করে অন্য ব্রাউজারেও ওপেন করতে চেষ্টা করেছি কিন্তু পারি নাই মনে হয় লিংক দেয়ার পরে ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। ছবি বিষয়বস্তুর বর্ননা বুঝতে সাহায্য করে তাই ছবি থাকাটা জরুরী। আশাকরি আপনি সমস্যার সমাধান করবেন। ............ ধন্যবাদ।
উত্তরমুছুনআপনার সমস্যার জন্য দুঃখিত... কিন্তু আমি গুগলের হোষ্টিং ব্যবহার করি... আর ভাই গুগলের থেকে ভাল হোষ্টিং সার্ভিস আর কে দেয় বলুন...?? আমি কিন্তু সব ছবি দেখতে পারি... তবে কয়েকটা ছবি ফ্লিকার হোষ্টিং ব্যবহার করছিলাম... যদিও এখন আর করি না... কিন্তু সেগুলিতো পোষ্টের ছবি হোষ্টিং এ ব্যবহার করি নাই... হয়ত আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুগলের কোন সার্ভিস ব্লক করে রাখছে... এই কারনে এই অসুবিধার সম্মুক্ষিন হচ্ছেন। কেননা আমি সম্পূর্নটাই বর্তমানে গুগলের ব্যবহার করি... শুধু মাত্র গুগল থেকে ডোমেইন কেনা সম্ভব নয় বাংলাদেশ থেকে তাই এটা অন্যজায়গা থেকে কেনা... এছাড়া সবটাই গুগলের... আর এর থেকে ভাল সার্ভিস আসলে আর কেউ দিতে পারে না বর্তমান বিশ্বে... তারপরেও আপনার সমস্যা হলে এর সমাধান খুঁজে বের করা আমার জন্য বেশ কঠিন... তারপরেও দেখব কি করতে পারি... ভাল থাকবেন... বিদায়।
মুছুন