আচ্ছা আপনাকে যদি বলি যে আমরা বর্তমানে ২০১৪ সালে নয় বরং আছি ১৭১৪ সালে!! অর্থাৎ তিনশত বছর আমরা পিছিয়ে আছি, কেননা আমাদের বর্তমানে ব্যাবহৃত ক্যালেন্ডারে হিসাবের ভুল আছে। আর এটা করেছেন ভ্যাটিক্যান পোপ, যাতে ইউরোপের "কালো শতাব্দি" (Dark Ages) কে চিরতরে মুছে ফেলা যায়। কি বিশ্বাস হচ্ছে না তাই না? কিন্তু এটা সত্যি বলেই অনেকে প্রমান করেছে। আর বিলুপ্ত এই শতাব্দি গুলিকে নাম করন করা হয়েছে "Phantom Time Hypothesis" নামে। চলুন এই Phantom Time Hypothesis নিয়ে দু'টি ভিডিও দেখে নেই। তাহলে হয়ত বিষয়টা সম্পর্কে আপনার ধারনা পরিস্কার হবে।
Phantom Time Hypothesis সম্পর্কে আপনার ধারনা আরো একটু সুস্পষ্ট হবে পরবর্তি ভিডিওটি দেখলে,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।