আমরা কি এখনো ১৭ শতকে বসবাস করছি? ।। Are We In The 17th Century?


আচ্ছা আপনাকে যদি বলি যে আমরা বর্তমানে ২০১৪ সালে নয় বরং আছি ১৭১৪ সালে!! অর্থাৎ তিনশত বছর আমরা পিছিয়ে আছি, কেননা আমাদের বর্তমানে ব্যাবহৃত ক্যালেন্ডারে হিসাবের ভুল আছে। আর এটা করেছেন ভ্যাটিক্যান পোপ, যাতে ইউরোপের "কালো শতাব্দি" (Dark Ages) কে চিরতরে মুছে ফেলা যায়। কি বিশ্বাস হচ্ছে না তাই না? কিন্তু এটা সত্যি বলেই অনেকে প্রমান করেছে। আর বিলুপ্ত এই শতাব্দি গুলিকে নাম করন করা হয়েছে "Phantom Time Hypothesis" নামে। চলুন এই Phantom Time Hypothesis নিয়ে দু'টি ভিডিও দেখে নেই। তাহলে হয়ত বিষয়টা সম্পর্কে আপনার ধারনা পরিস্কার হবে।

hybridknowledge.info hybridknowledge.info


http://ssyoutube.com/watch?v=ngOaJ4fIRSk

Phantom Time Hypothesis সম্পর্কে আপনার ধারনা আরো একটু সুস্পষ্ট হবে পরবর্তি ভিডিওটি দেখলে,


ssyoutube.com/watch?v=qiyspL86fzI

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।