বালিতে আঁকা ত্রীমাতৃক ছবি


Jamie Harkins এক জন শিল্পি এবং একই সাথে একজন সুরকার। সে তার শিল্পচর্চা এবং গানের চর্চা করেন নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানিউই অঞ্চলে। তিনি তার শিল্প কর্মের ক্যানভাস হিসেবে বেশির ভাগ ক্ষেত্রেই বেছে নেন সমুদ্র সৈকত। আর এবারো তার বেতিক্রম করেননি তবে এবার তিনি সমুদ্র সৈকতে এঁকেছেন ত্রিমাতৃক ছবি। তার সহযোগি Lucia Lupf, David Rendu এবং Constanza Nightingale সহযোগিতায় এঁকেছেন এই ছবি গুলি। আর ছবি গুলি এঁকেছেন যে পদ্ধতিতে তার নাম "Anamorphosis"। এই ছবি গুলি কাছ থেকে দেখলে মনে হবে যেন কি হাবিজাবি একে রেখেছে কিন্তু বেশ দূর থেকে দেখলে বোঝা যাবে ছবি গুলির আসল সৈন্দর্য। চলুন এবার তাহলে দেখে নেই সমুদ্র সৈকতে তার আঁকা কিছু ত্রীমাতৃক ছবি।


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info