বর্তমান জগতে লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলেতে পরিনত হওয়া সম্পর্কে জানা। কিন্তু এমন অনেক নারী মডেল আছেন যারা মডেলিং এর জগতে তোলপার তুলেছেন। কিন্তু এরকম তোলপার তোলা অনেক নারী মডেল আছেন যারা বাস্তবে জন্মে ছিলনে পুরুষ হিসেবে। আজ আপনাদে এরকম ১০ জন নারী মডেলের সাথে পরিচয় করিয়ে দিব যারা আসলে জন্মেছিলেন পুরুষ হিসেবে। চলুন তাহলে শুরু করা যাক।
০১) Andrej Pejic:
অষ্ট্রেলিয়ান মডেল Andrej Pejic। মডেল হিসেব সে ছেলে এবং মেয়ে দু'ভাবেই র্যাম্প মডেলিংক করে। ২০১১ এর প্যারিস ফ্যাশান শোতে সে মেয়ে এবং ছেলে হিসেবে র্যাম্প মডেলিংক করে প্রথম বারের মত। মেয়ে হয়ে Jean Paul Gaultie এর ডিজাইন করা পোশাক পরে র্যাম্পে হাটেন আর ছেলে হয়ে Marc Jacobs এর ডিজাইন করা পোশাক পরে র্যাম্পে হাটেন। models.com এর মতে বিশ্বের ১৮তম বিখ্যাত মডেল Andrej Pejic। এছাড়াও FHM এর মতে বিশ্বে ১০০ জন যৌন আবেদনময়ি নারী মডেলদের মধ্যে Andrej Pejic এর অবস্থান ৯৮ নম্বরে।
এবার চলুন দেখে নেই Andrej Pejic কে নিয়ে বানানো ছোট একটি ভিডিও প্রতিবেদন,
০২) Lea T:
ব্রাজিলের সুপার মডেল Lea T জন্মগ্রহন করেন ব্রাজিলের Leandro Cerezo তে, ১৯৮১ সালে। ব্রাজিলের মত দেশে ছেলে হিসেবে জন্মগ্রহন করেও নিজেকে মেয়ে হিসেবে সুপার মডেলে পরিনত করতে তাকে কেউ আটকাতে পারে নাই। মডেল হিসেবে যখন খ্যাতির চরমে তখন পর্যন্ত কেউ জানত না যে সে আসলে একজন পুরুষ। আমেরিকার সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান Oprah এর মাধ্যমে প্রথম বারের মত তিনি সকলের কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করেন। Lea T বিখ্যাত মডেল হাউজ Givenchy এর মূল মডেল।
এবার চলুন Oprah অনুষ্ঠানে Lea T এর প্রথম আত্মপ্রকাশের সেইক্ষন দেখে নেই,
০৩) Claudia Charriez:
দেখেতো মনে হয় নিজের চোখকেও বিশ্বাস হবে না Claudia Charriez আসলে পুরুষ তাই না? বিশ্বাস না হলেও বিশ্বাস করুন যে Claudia Charriez আসলেই এক জন পুরুষ এবং বর্তমান আমেরিকার এক জন বিখ্যাত মডেল। ২০০৮ সালে America's Next Top Model এবং The Janice Dickinson Modeling Agency TV Shows অনুষ্ঠানে প্রথম বার প্রতিযোগি হিসেবে নিজেকে সকলের সামনে মেলে ধরেন তিনি। যদিও America's Next Top Model এবং The Janice Dickinson Modeling Agency TV Shows অনুষ্ঠান থেকে তাকে বিতারিত করা হয় কিন্তু পরের বছর ২০০৯ এর America's Next Top Transsexual Model অনুষ্ঠানে প্রতিযোগি হিসেবে অংশ গ্রহন এবং প্রতিযোগিতা জেতার মধ্যমে শুরু করেন তার মডেল হিসেবে পথচলা।
চলুন এবার তাহলে দেখে নেই Claudia Charriez কে নিয়ে বানানো ছোট একটি ভিডিও প্রতিবেদন,
০৪) Isis King:
Isis King জন্মগ্রহন করেন ১৯৮৫ সালে। জন্মকালীন তার নাম রাখা হয় Darrell Walls যা পরবর্তিতে পরিবর্তন করে রাখেন Isis King। Isis King প্রথমে সকলের নজরে আসেন America's Next Top Transsexual Model অনুষ্ঠানের মাধ্যমে। এর পরে তার পথ চলা শুধু ইতিহাস। পরিনত হয়েছেন আমেরিকার বিখ্যাত মডেলে।
Isis King কে নিয়ে বানানো একটি ভিডিও প্রতিবেদন চলুন এবার দেখে নেই,
০৫) Florencia De La V:
আর্জেন্টিনার Florencia De La V এর জন্ম হয়ে ১৯৭৬ সালে, জন্মের পরে তার নাম রাখা হয় Roberto Carlos Trinidad। বর্তমানে শুধু নাম করা একজন মডেলই না, মডেলের পাশাপাশি একজন নাম করা অভিনেত্রীও। বর্তমানে তিনি বিবাহিত এবং জমজ বাচ্চার মা। যদিও বাচ্চা গুলি নেওয়া হয়েছে প্রতিনিধি গর্ভধারিনীর (Surrogate Mother) মাধ্যমে।
এবার চলুন দেখে নেই টেলিভিশনে প্রচারিত দুই জমজ সন্তান সহ Florencia De La V এর ছোট একটি ভিডিও,
এবার চলুন দেখে নেই টেলিভিশনে প্রচারিত দুই জমজ সন্তান সহ Florencia De La V এর ছোট একটি ভিডিও,