বয়স মাত্র ১৩


আপনারা যার ছবি দেখছেন, আন্দাজ করেন বলেনতো তার বয়স কত হবে? কি ভাবছেন? দেখেতো মনে হয় ৩০ এর কম হবে না! তাই না? কিন্তু না তা মটেও না। এই মেয়েটির বয়স মাত্র ১৩। কি অবাক হচ্ছেন? তার দৈহিক গঠনকে বাদ দিয়ে তার চেহারা দেখলে কোন ভাবেই বিশ্বাস হবে না যে সে মাত্র ১৩ বছরের কোন কিশোরি।


এই মেয়েটির নাম তার "জারা হার্টসন" (Zara Hartshorn), তার মুখের এই ভাজ গুলির কারনে বয়সের তুলনায় তাকে অনেক বেশী বয়স্ক লাগে। যা যে কোন মেয়ের জন্য খুবই কষ্টের বিষয়। কি ভাবছেন এটা কিভাবে হল? এটা হয়েছে জিনের সমস্যা কারনে, অন্যভাবে বললে এটা জিন বাহিত রোগ। যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়। জারার মা ৪০ বছর বয়স্কা "ট্রেসি হার্টসন" (Tracy Hartshorn) একই রোগে আক্রান্ত। আর এই রোগের নাম "Lipodystrophy", যার ফলে আমাদের চামড়ার নিচে যে চর্বির স্তর থাকে তা অনেক বেশি পরিমানে সমৃদ্ধ হয়, আর এই চর্বিকে জায়গা করে দিতে চামড়া খুব দ্রুত বৃদ্ধি পায়, ফলে খুব অল্প বয়সেই মুখের চামড়ায় ভাজ পরে যায়, যা একজন সাধারন মানুষের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে হতে থাকে।

যদিও এই রোগের চিকিৎসা বর্তমান, কিন্তু জারা এবং ট্রেসি এটা মেনে নিয়েছেন যে তারা তাদের আসল বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক দেখতে।

জারা যে এই রোগে আক্রান্ত তা ট্রেসি টের পান যখন ডনের বয়স সবে মাত্র কয়েক মাস। এ সম্পর্কে ট্রেসি বলেন, "I watched those same symptoms in my other two children; hanging skin, haggard face and wrinkles around the chin. But when she saw how her face wrinkled and aging baby in my eyes, it shattered me"।

আসুন এবার জারার কিছু ছবি দেখে নেওয়া যাক,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info