সিরিয়ার "মোহাম্মদ ইজলে" একজন ২০ বছর বয়স্ক স্থাপত্য বিভাগের ছাত্র। তিনি খুব নিখুঁত ভাবে শুধু মাত্র পেন্সিল আর সাদা কাগজের মাধ্যমে তৈরি করতে পারেন ত্রীমাতৃক ছবি। ছবি গুলি দেখলে কোন ভাবেই বিশ্বাস হবে না যে এটি হাতে আঁকা। একটি ত্রীমাতৃক ছবি তৈরি করতে তার মোটামটি ৮ ঘন্টার মত সময় লাগে।


ছবি সংগ্রাহকঃ জানা অজানার পথিক।
দারুন তো, খুব ইন্টারেষ্টিং,
উত্তরমুছুনআসলেই...
মুছুন